ভারতের বিপক্ষে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ

5 hours ago 3

চলমান মেয়েদের অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে ‍বড় জয় দিয়ে আসর শুরু করে ভারত। নেপালকে তারা হারায় ৭-০ গোলে। বাংলাদেশও নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে হারিয়েছে ৩-১ গোলে। পয়েন্ট টেবিলে এককভাবে শীর্ষে উঠতে হলে ভারত চ্যালেঞ্জ জিততে হবে বাংলাদেশের মেয়েদের। আর সেই লক্ষ্যে শুক্রবার (২২ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৩টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলার মেয়েরা। 

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে জাতীয় দল কিংবা বয়সভিত্তিক প্রতিটি ধাপেই সাফল্য পেয়েছে নারীরা। তবে অনূর্ধ্ব-১৭ সাফে শিরোপা না জিততে পারার আক্ষেপ রয়ে গেছে বাংলাদেশের। ২০২৩ সালে একবার হওয়া অনূর্ধ্ব-১৭ সাফে আমন্ত্রিত দল রাশিয়ার কাছে হেরে শিরোপা জয়ের স্বাদ থেকে বঞ্চিত থাকতে হয় বাংলাদেশকে। 

ভারত ম্যাচে ভুল শুধরে আরও ভালো করার প্রত্যয় জানিয়েছেন সহকারী কোচ আবুল হোসেন। তিনি বলেন, ‘ভারত ম্যাচ আরও কঠিন হবে। তারা শক্তিশালী দল। আগের ম্যাচে আমরা কিছু ভুল খুঁজে পেয়েছি। সেসব নিয়ে গতকাল কাজ করেছি। পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে আমরা জিতব বলে আশা করছি।’

ভারত ম্যাচের পর আগামী ২৪ ও ২৭ আগস্ট পরপর দুই ম্যাচে নেপালের বিপক্ষে লড়বে লাল সবুজ। এরপর ২৯ আগস্ট ভুটান ও ৩১ আগস্ট আবারও ভারতের সঙ্গে লড়বে বাংলাদেশ।

Read Entire Article