ভারতের ভবিষ্যৎ যে তারকার হাতে তুলে দিলেন রোহিত

2 months ago 5

কথায় আছে, প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। ঠিক তেমনটাই যেন ঘটছে ভারতীয় ক্রিকেটে। একদিকে যেমন রোহিত-কোহলিরা ছেড়ে দিচ্ছে আসন, অন্যদিকে আয়ুষ-ভৈবভরা করছে সেই জায়গা পূরণ। আর তাইতো এবার নেতৃত্বভার ওঠার পাশাপাশি রোহিতের থেকে ব্যাটনটাও পেলেন তরুণ তুর্কি আয়ুষ মহাত্রে।

আগামী ২০ জুন থেকে যেখানে শুভমান গিলরা খেলবে ইংল্যান্ডের মূল দলের বিপক্ষে, তার প্রায় কাছাকাছি সময়েই ব্রিটিশদের বিপক্ষে মাঠে নামবে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। ২৪ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত টানা এক মাস চলবে তরুণদের এই সফর। যেখানে থাকছে পাঁচটি ওয়ানডে এবং দুইটি চারদিনের ম্যাচ। আর সেই অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্বের ভারই এবার উঠেছে গেল আইপিএলে চেন্নাইয়ের হয়ে চমক দেখানো আয়ুষ মহাত্রের কাঁধে।

গুরুদায়িত্বটা পাওয়ার পরপরই আয়ুষ গিয়েছিলেন তার আইডল বিশ্ব ক্রিকেটের হিটম্যান রোহিত শর্মার কাছে। যেখানে গিয়ে আয়ুষ পেয়েছেন একটা ব্যাট, এক আর্শীবাদ, আর সারা জীবনের একটা স্মৃতি।

আর রোহিতের স্বাক্ষরিত ব্যাট উপহার পেয়ে উচ্ছসিত আয়ুষ নিজেও। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে হিটম্যানকে জানিয়েছেন ধন্যবাদও। এখন দেখার পালা আইপিএলে ছয় ম্যাচে ১৮৭-র অধিক স্ট্রাইক রেটে ২০৬ রান করা আয়ুষ রোহিতের আশীর্বাদ নিয়ে কেমন পারফর্ম করেন।

Read Entire Article