‘ভারতের মতো আমরাও পাকিস্তানের সঙ্গে হাত মেলাব না’
পাকিস্তানের হামলায় আফগানিস্তানের একাধিক স্থানীয় ক্রিকেটারের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) আফগানিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করে জানায়, পাকিস্তান তাদের পাকতিকা প্রদেশে বিমান হামলায় চালায়। মর্মান্তিক এ ঘটনায় নিন্দা জানিয়েছেন আফগান ক্রিকেটার করিম সাদিক।
তিন ক্রিকেটারের মৃত্যুকে বিশাল ক্ষতি উল্লেখ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড বলে, যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।
করিম সাদিক বলেন, ‘এই ক্রিকেটাররা প্রাদেশিক ক্রিকেটে খেলতে পারতেন। বিশ্বকে সংঘবদ্ধ করেন ক্রিকেটাররা। আর পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করতে চায়। অনেক নিরীহ মানুষ মারা গেছে। আমরা কোনো হামলায় ভিত নই।’
তিনি আরও বলেন, ‘আমাদের সন্তানরা গরিব ঘর থেকে আসে। অধিকাংশ মানুষ দিনে এক বেলা খায়। তাদের হত্যা করে পাকিস্তান কাপুরুষোচিত কাজ করেছে। এর পরেও ক্রিকেট খেলা বন্ধ করতে পারবে না। আমরা ক্রিকেট চালিয়ে যাব। এখন ভারতের মতো আমরাও পাকিস্তানের সঙ্গে হাত মেলাব না।’