ভারতের লোকসভায় ‘জয় ফিলিস্তিন’ স্লোগান দিয়ে তোলপাড় সৃষ্টি করেছেন দেশটির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন প্রধান এবং হায়দরাবাদের লোকসভা সদস্য আসাদউদ্দিন ওয়াইসি। ১৮তম লোকসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় সংসদে ‘জয় ফিলিস্তিন’ এবং আল্লাহু আকবার স্লোগান দেন তিনি।
ভারতের ইতিহাসে এই ঘটনা প্রথম। এর আগে কেউ দেশটির সংসদে ‘জয় ফিলিস্তিন’ স্লোগান দেয়নি। এ ঘটনায় ভারতের স্থানীয় একটি আদালত আসাদউদ্দিন ওয়াইসিকে তলব করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, বীরেন্দ্র গুপ্তা নামে একজন আইনজীবী অভিযোগ করেছেন- আসাদউদ্দিন ওয়াইসি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন, যা সংবিধান ও আইনগত মূল্যবোধের পরিপন্থি।
বীরেন্দ্র গুপ্তা আদালতে এই মর্মে একটি আবেদন করেন এবং জানান, এই স্লোগান তার অনুভূতিতে আঘাত করেছে।
তিনি আরও জানান, প্রথমে জুলাই মাসে এমপি বা এমএলএ আদালতে এই পিটিশন জমা দেওয়া হলে তা প্রত্যাখ্যান করা হয়। পরে তিনি জেলা আদালতে পুনর্বিবেচনার আবেদন করেন।
জেলা বিচারক সুধীর এই পিটিশন গ্রহণ করে আসাদউদ্দিন ওয়াইসিকে ৭ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, চলতি বছরের ২৫ জুন হায়দরাবাদ থেকে এমপি হিসেবে শপথ গ্রহণ করেন আসাদউদ্দিন ওয়াইসি। সাদা কুর্তা পরে শপথ মঞ্চে ওঠা ওয়াইসি উর্দু ভাষায় শপথ পাঠ করেন। তিনি বলেন, ‘আমি আসাদউদ্দিন ওয়াইসি। লোকসভা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। আল্লাহর নামে শপথ করছি যে, আমি ভারতের সংবিধানের প্রতি অনুগত থাকব। আমি ভারতের আধিপত্য ও অখণ্ডতা রক্ষা করব। আমার ওপর অর্পিত দায়িত্বগুলো আনুগত্যের সঙ্গে পালন করব।’
শপথ শেষে তিনি ‘জয় ভীম, জয় মীম, জয় তেলেঙ্গানা, জয় ফিলিস্তিন’ এবং আল্লাহু আকবার বলে স্লোগান দেন।