ভারত কি শেষ পর্যন্ত এক নির্বাচনের দিকে এগোচ্ছে? মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মন্ত্রিসভার ছাড়পত্র পেতেই ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় পেশ হয়েছে ‘এক দেশ, এক নির্বাচন’ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল বা প্রস্তাব। এই নীতি চালু হলে লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পৌরসভা- সব নির্বাচন একসঙ্গে হবে।
বিরোধীদের ঘোর আপত্তি সত্ত্বেও এ সংক্রান্ত দুটি বিল পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। বিল দুটি হচ্ছে- ১২৯তম সংবিধান সংশোধনী বিল ও কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধনী) বিল।
মোদী সরকারের যুক্তি, এই ব্যবস্থা চালু হলে ভোটের খরচ বিপুলভাবে কমবে। আদর্শ আচরণ বিধির জন্য সরকারের উন্নয়নমূলক কাজ থমকে থাকবে না। ভোটার তালিকা তৈরি ও ভোট সংক্রান্ত নানা কাজকর্মের চাপ কমবে, সময় বাঁচবে।
বিলের সমর্থকরা বলছেন, গোটা দেশে একসঙ্গে নির্বাচন হলে ভোটারদের মধ্যে তার ইতিবাচক প্রভাব পড়বে। সবাই একসঙ্গে ভোট দেবেন। এতে বাড়বে ভোটের হারও। তবে কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের মতো দুই ডজন দল এই প্রস্তাবের বিরোধিতা করেছে।
লোকসভায় বিল পেশ হতেই কংগ্রেস পার্টি, তৃণমূল ও সমাজবাদী পার্টির সংসদ সদস্যরা বিরোধিতা শুরু করেন। বিল পেশ করা হবে কি না, তা নিয়ে ভোটাভুটির দাবি তোলে বিরোধীরা। স্পিকার সেই দাবি মেনে নেন। বিল পেশের পক্ষে ভোট দেন সরকার পক্ষের ২৬৯ জন সংসদ সদস্য। আর বিপক্ষে অবস্থান নেন ১৯৮ জন।
বিল পেশের পর সরকার জানায়, বিলটি তারা যৌথ সংসদীয় কমিটিতে পাঠাতে চায়। কমিটিতে প্রায় সব দলের সদস্য থাকবে। তারা বিলটি নিয়ে বিস্তারিত আলোচনা করে প্রতিবেদন দেবে। সেই সুপারিশ মেনে বিলে পরিবর্তন করতে পারে সরকার। এরপর বিল পাস হলে পৌঁছবে রাজ্যসভায়। সেখানে পাস হলে সই করবেন রাষ্ট্রপতি। এরপর তা পরিণত হবে আইনে।
বিলে যা বলা হয়েছে
বিল দুটিতে যে সংশোধনীর কথা বলা হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে- রাজ্য বিধানসভাগুলোর মেয়াদ ও লোকসভায় মেয়াদ একই সময়ের মধ্যে নিয়ে আসা। অর্থাৎ, লোকসভা ও বিধানসভার মেয়াদ একই সঙ্গে শুরু হবে, একই সঙ্গে শেষ হবে।
সহজ কথায় বলতে গেলে, ভারতজুড়ে একই সময়ে হবে লোকসভা ও বিধানসভা নির্বাচন। অর্থাৎ, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মেয়াদ শেষ হবে একই সময়ে।
বর্তমানে ভারতে লোকসভা ও বিধানসভা নির্বাচন ভিন্ন ভিন্ন সময়ে হয়। যে রাজ্যে যখন সরকারের মেয়াদ শেষ হয়, তখন সেই রাজ্যে হয় বিধানসভা নির্বাচন।
বিল কি পাস হবে?
বিরোধীদের তীব্র আপত্তির মুখে সরকার বিল পাস করাতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ, বিল পাস করাতে গেলে লোকসভা ও রাজ্যসভায় দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন দরকার। আর দুটি বিলই সংবিধান সংশোধন বিল। বর্তমানে নিম্নকক্ষ লোকসভা কিংবা উচ্চকক্ষ রাজ্যসভা, কোথাও সরকারের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নেই।
সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস
এসএএইচ