ভারতের সঙ্গে যুদ্ধের ঝুঁকি এখনো রয়ে গেছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতের সঙ্গে আরেকটি যুদ্ধের আশঙ্কা এখনো পুরোপুরি কাটেনি। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে তিনি বলেন, দীর্ঘ দশক ধরে চলে আসা প্রক্সি সংঘাত এখনো অব্যাহত আছে এবং সাম্প্রতিক বছরগুলোতে তা আরও তীব্র হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  আসিফ দাবি করেন, ১৯৮০-এর দশকে যে প্রক্সি যুদ্ধ শুরু হয়েছিল, তা এখন আধুনিক যুদ্ধের অংশে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে লাহোর ও রাওয়ালপিন্ডিতে ঘটে যাওয়া বিস্ফোরণগুলোকেও তিনি এই উত্তেজনার প্রভাব হিসেবে বর্ণনা করেন। প্রতিরক্ষামন্ত্রী বলেন, মে মাসে দুই দেশের মধ্যে সংঘাতের পর পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। সেই সময় আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছিল, এখনো ঝুঁকি পুরোপুরি শেষ হয়নি। তিনি দাবি করেন, ওই সংঘাতে পাকিস্তানের প্রতিরক্ষামূলক সক্ষমতাকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিয়েছে এবং যুক্তরাষ্ট্রই বড় ধরনের উত্তেজনা প্রশমনে ভূমিকা রেখেছে। মে মাসের সংঘাত নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের বেশ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করার এবং ভারতের একটি এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা

ভারতের সঙ্গে যুদ্ধের ঝুঁকি এখনো রয়ে গেছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতের সঙ্গে আরেকটি যুদ্ধের আশঙ্কা এখনো পুরোপুরি কাটেনি। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে তিনি বলেন, দীর্ঘ দশক ধরে চলে আসা প্রক্সি সংঘাত এখনো অব্যাহত আছে এবং সাম্প্রতিক বছরগুলোতে তা আরও তীব্র হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

আসিফ দাবি করেন, ১৯৮০-এর দশকে যে প্রক্সি যুদ্ধ শুরু হয়েছিল, তা এখন আধুনিক যুদ্ধের অংশে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে লাহোর ও রাওয়ালপিন্ডিতে ঘটে যাওয়া বিস্ফোরণগুলোকেও তিনি এই উত্তেজনার প্রভাব হিসেবে বর্ণনা করেন।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, মে মাসে দুই দেশের মধ্যে সংঘাতের পর পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। সেই সময় আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছিল, এখনো ঝুঁকি পুরোপুরি শেষ হয়নি।

তিনি দাবি করেন, ওই সংঘাতে পাকিস্তানের প্রতিরক্ষামূলক সক্ষমতাকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিয়েছে এবং যুক্তরাষ্ট্রই বড় ধরনের উত্তেজনা প্রশমনে ভূমিকা রেখেছে।

মে মাসের সংঘাত নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের বেশ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করার এবং ভারতের একটি এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার দাবি করা হয়েছে। এছাড়া পাকিস্তান প্রতিশোধমূলক হামলায় ভারতের অন্তত ২০টির বেশি সামরিক স্থাপনায় লক্ষ্যভেদ করেছে বলে দাবি করা হয়েছে।

তবে এসব দাবি নিয়ে ভারতের পক্ষ থেকে ভিন্ন ব্যাখ্যা রয়েছে। এছাড়া স্বাধীন কোনো আন্তর্জাতিক সংস্থা এ দাবিগুলো এখনো যাচাই করেনি।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow