ভারতের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি।
তিনি বলেন, ভারতে সংখ্যালঘুদের ওপর সবচেয়ে বেশি নির্যাতন হয়। অথচ ভারতই এ নিয়ে আমাদের উপদেশ দেয়, অনুরোধ করে।
সোমবার (২ ডিসেম্বর) গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২১ আগস্ট নিয়ে বিচারবিভাগ স্বাধীনভাবে রায় দিতে পেরেছে। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য গায়েবি মামলা সৃষ্টি করা হয়েছে। আসামিদের তালিকায় তারেক রহমানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুক্ত করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আওয়ামী লীগের চরিত্র হলো তারা প্রতিপক্ষকে নির্মূল করতে চায়। এখন থেকে নতুন ধারার রাজনীতি শুরু করতে চায় বিএনপি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে মেজর হাফিজ বলেন, তার বিরুদ্ধে আরও চারটি মামলা রয়েছে। এই মামলাগুলো থেকে রিলিজ পেলেই তিনি দেশে ফিরবেন। এদেশের মানুষ রাজনৈতিক দলকে সরকারে দেখতে চায়। তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম হয়েছে।
নির্বাচন প্রসঙ্গে হাফিজ বলেন, সংস্কার রাজনৈতিক দলই করতে পারে, অন্তর্বর্তী সরকার নির্বাচন ছাড়া সব কথাই বলে। আগামী বছর নির্বাচন হওয়ার অপেক্ষা করছে বিএনপি, তারেক রহমানও দেশে ফিরবেন।
কেএইচ/এমকেআর/এমএস