ভারতের হেড কোচ হতে ইন্টারভিউ দিলেন গম্ভীর

3 months ago 42

ভারতের বেশ কিছু আগেই তাদের প্রতিবেদনে বলেছে, নতুন কোচ হওয়ার জন্য গৌতম গম্ভীরের সঙ্গে চুক্তি সম্পন্ন করে ফেলেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

যদিও বিসিসিআইয়ের পক্ষ থেকে এমন কোনো কথা শোনা যায়নি। কার্যত, আনুষ্ঠানিক নীতিমালার মধ্য দিয়ে কোচ নিয়োগের দিকে এগোচ্ছে বিসিসিআই। সব ধরনের ফরমালিটি মেনেই কোচ নিয়োগ করবে সংস্থাটি।

সেজন্য গম্ভীরের ইন্টারভিউ নিয়েছে বিসিসিআই। গতকাল মঙ্গলবার বর্তমান হেড কোচ রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হওয়ার জন্য ইন্টারভিউ দিয়েছেন তিনি। সরাসরি নয়, জুম মিটিংয়ে সাক্ষাৎকারের দিয়েছেন ভারতের সাবেক বিশ্বকাপজয়ী তারকা।

বিসিসিআইয়ের নিজস্ব সূত্রের বরাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।

পিটিআই বলেছে, ‘হ্যাঁ, ক্রিকেটীয় উপদেষ্টা কমিটির (সিএসি) কাছে ইন্টারভিউ দিয়েছেন গম্ভীর। আজ (মঙ্গলবার) এক দফা আলোচনা হয়েছে। আগামীকাল বুধবার (আজ) আরেক দফা আলোচনা হবে।’

গম্ভীর একাই নন, গতকাল ভারতের হেড কোচ হওয়ার দৌড়ে তার পরের অব্স্থানে থাকা ডব্লিউভি রমন। এই দুই জনের মধ্যে শেষ পর্যন্ত কাকে রোহিত শর্মাদের হেড কোচ নিয়োগ করা হয়, সেটিই এখন দেখার।

এমএইচ/এমএস

Read Entire Article