‘তামিল ভাষা থেকে কন্নড় ভাষার উৎপত্তি হয়েছে।’ সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে এমন মন্তব্য করে বিপাকে পড়েছেন দক্ষিণী সিনেমার সুপার স্টার কমল হাসান। চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে গিয়ে কমল এমন মন্তব্য করায় ভীষণ ক্ষেপেছেন কর্নাটকের জনতা।
ভাষা নিয়ে এমন মন্তব্য করায় বর্ষীয়ান অভিনেতা কমল হাসানের কাছে আসছে একের পর এক হুমকি। শুধু তাই নয়, রাজ্যে তাকে নিষিদ্ধ করার দাবিও উঠেছে।
‘ঠগ লাইফ ইন চেন্নাই’ সিনেমার অনুষ্ঠানে কমলের সঙ্গে ছিলেন কন্নড় অভিনেতা শিবাজীকুমারও। এ সময় কমল হাসান বলেন, ‘তামিল হলো আমার জীবন ও আমার পরিবার। আর অভিনেতা শিবাজীকুমার হলো অন্য রাজ্যে থাকা আমার পরিবারের আর এক অংশ। তাই আজ তিনি এসেছেন। আর সেই জন্যই শুরুতে বললাম, তামিল ভাষা আমার পরিবার ও জীবন। আর আপনার (শিবাজীকুমার) ভাষা তামিল থেকেই জন্ম নিয়েছে। তাই আপনিও আমাদের মধ্যেই আছেন।’
এরপরেই কমল হাসানের দিকে ধেয়ে আসে কটাক্ষ, ‘ইতিহাস জেনে তারপর কথা বলুন। কোনো ধর্মান্ধের থেকে আমরা ভাষা শিক্ষা নেব না।’ এমন নানা মন্তব্য ধেয়ে আসতে শুরু করেছে কমল হাসানের দিকে। এমনকি কমল হাসানের মুখে কালি পর্যন্ত মাখানো হবে বলে হুমকি এসেছে। এক কন্নড় বাসিন্দার ভাষ্য, ‘কন্নড় ভাষার ইতিহাস ২০০০ বছরের। পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষাগুলোর মধ্যে এটি একটি।’
কন্নড় রক্ষণ বেদিকের নেতা প্রবাণ শেঠি বলেছেন, ‘কমল হাসানকে আমরা সাবধান করছি। কর্নাটকে আপনি ব্যবসা করতে চান? তারপরেও কন্নড় ভাষার অপমান করছেন? আমরা আপনার মুখে কালি মাখাতে প্রস্তুত ছিলাম। কিন্তু আপনি পালিয়ে গেলেন। কন্নড় ভাষার বিরুদ্ধে কথা বললে আপনার সিনেমার নিষিদ্ধ ঘোষণা করা হবে এই রাজ্যে।’
- আরও পড়ুন:
নতুন সিনেমার পারিশ্রমিক কত? প্রশ্নে চটেছেন অক্ষয়
৩০ কোটির ঘর পার করেছে ‘ভুল চুক মাফ’, চতুর্থ দিনের আয় কত
এমন আক্রমণের মুখে পড়লেও কমলের এ মন্তব্যে কোনো প্রতিক্রিয়া দেননি। অনুষ্ঠানেও তার কোনো প্রতিক্রিয়া ছিল না। তিনি কোনো আপত্তিও করেননি। কিন্তু ক্ষেপেছেন কর্নাটকের সব শ্রেণির মানুষ। সম্প্রতি কন্নড় ভাষা নিয়ে বলিউড গায়ক সোনু নিগম বিতর্কে জড়িয়েছিলেন।
এমএমএফ/জেআইএম