সীতাকুণ্ডে নোয়াখালী ভাসানচর থেকে তিনটি নৌকায় করে পালিয়ে আসা নারী, পুরুষ এবং শিশুসহ ৪০ জন রহিঙ্গা পরিত্যাক্ত একটি শিপ ইয়র্ডে অবস্থান করলে পুলিশ গত সোমবার দুপুর আড়াইটায় তাদেরকে আটক করেছে।
জানা যায়, গত দুই দিন আগে ৪০ জন রহিঙ্গার একটি গ্রুপ ৩টি নৌকা করে নোয়াখালী জেলার ভাসান চর থেকে পালিয়ে এসে সীতাকুণ্ড উপজেলাধীন ভাটিয়ারী ইউনিয়নের একটি বন্ধ শিপ ইয়ার্ডে অবস্হান নেয়। কারণ রোহিঙ্গারা ভাসান... বিস্তারিত