ভাড়া না কমানোয় বীরগঞ্জে ৪ হিমাগারে প্রশাসনের তালা

5 hours ago 4

আলু চাষি ও ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে আলু সংরক্ষণে ভাড়া না কমানোয় বীরগঞ্জে চার হিমাগারে তালা দিয়েছে উপজেলা প্রশাসন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী উপস্থিত থেকে এসব হিমাগারে তালা ঝুলিয়ে দেন।

ভাড়া না কমানোয় বীরগঞ্জে ৪ হিমাগারে প্রশাসনের তালা

এরআগে সকাল ৯টা থেকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করে আলুচাষি ও ব্যবসায়ীরা। দুপুরে বীরগঞ্জে হিমাগারে তালা দেওয়ার পর মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন তারা।

জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি দুপুরে বীরগঞ্জ উপজেলার বিজয় চত্বরে সড়কে আলু ফেলে ও মহাসড়ক অবরোধ করে আলু চাষি ও আলু ব্যবসায়ীরা মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে। সেদিন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলে সাত দিনের আলটিমেটাম দিয়ে তারা অবরোধ তুলে নেয়।

 ভাড়া না কমানোয় বীরগঞ্জে ৪ হিমাগারে প্রশাসনের তালা

তবে সমস্যার সমাধান না হওয়ায় রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় মানববন্ধন শুরু এবং সাড়ে ১০ টায় মহাসড়ক অবরোধ করে আলু চাষি ও ব্যবসাযীরা। বীরগঞ্জ পৌর শহরের শহীদ মিনার চত্বরে আলুচাষি ও আলু ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মালেকের নেতৃত্বে মহাসড়ক অবরোধ শুরু হয়।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী বলেন, ভাড়া নিয়ে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত হিমাগারগুলো বন্ধ থাকবে। কারণ আলুচাষি ও ব্যবসায়ীদের আন্দোলনের কারণে জনদুর্ভোগ তৈরি হচ্ছে। এছাড়া এটি আলু চাষি ও ব্যবসায়ীদের দাবী।

এমদাদুল হক মিলন/এএইচ/জিকেএস

Read Entire Article