ভাড়া নিয়ে তর্কের জেরে সিএনজি চালককে পিটিয়ে হত্যা

3 months ago 5

হবিগঞ্জের চুনারুঘাটে মর্তুজ আলী (৫০) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে চা শ্রমিকদের বিরুদ্ধে।

বুধবার (৪ জুন) রাত ১১টার দিকে উপজেলার চানপুর চা বাগানে ঘটনাটি ঘটে।

নিহত মর্তুজ আলী চুনারুঘাট উপজেলার নোয়ানী গ্রামের রজব আলীর ছেলে।

জানা যায়, চানপুর চা বাগানের কয়েকজন শ্রমিকের সঙ্গে বুধবার সন্ধ্যায় ভাড়া নিয়ে মর্তুজ আলীর কথা কাটাকাটি হয়। এতে চা শ্রমিকরা বিক্ষুব্ধ হয়। রাত ১১টার দিকে মর্তুজ আলী সিএনজি নিয়ে চানপুর বাজারে গেলে কতিপয় শ্রমিক তাকে এলোপাতাড়ি মারতে থাকে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে চুনারুঘাট-মাধবপুর সার্কেলের এএসপি সালিমুল হক বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএন/এমএস

Read Entire Article