‘ভিনিসিয়ুস মাঠের নেতা, ড্রেসিংরুমের নয়’
ফুটবলের ইতিহাসে যার নাম উচ্চারিত হয় প্রথম সারির নেতাদের তালিকায়, সেই কার্লোস কাইতানো ব্লেডর্ন ভেরি, ভক্ততের কাছে যিনি পরিচিত শুধু দুঙ্গা নামে। ১৯৯৪ বিশ্বকাপে ব্রাজিলকে চতুর্থ শিরোপা এনে দেওয়া এই কিংবদন্তি সম্প্রতি মেক্সিকোর পাচুকায় ফুটবল হল অব ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন। সেই উপলক্ষে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে দুঙ্গা খোলামেলা কথা বলেছেন ব্রাজিলের বর্তমান দল, ভিনিসিয়ুস জুনিয়র থেকে শুরু করে রদ্রিগো, এনড্রিক ও ব্রাজিলের নেতৃত্ব সংকট নিয়ে। সেই সাক্ষাৎকারের চুম্বকাংশ কালবেলাার পাঠকদের জন্য তুলে ধরা হল ।
‘ভিনি টেকনিক্যাল লিডার, ট্র্যাডিশনাল নেতা নয়’
দুঙ্গা মনে করেন ব্রাজিলের জন্য এখনো একজন ক্যাপ্টেন-চরিত্র অপরিহার্য। সেই জায়গায় ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যাসেমিরোকে দেখছেন তিনি। দুঙ্গা বলেন, ‘ক্যাসেমিরো সেই নেতা হতে পারে। নেতা বানানো যায় না—আপনি নেতা হয়ে জন্মান। এমন কাউকে দরকার যে ড্রেসিংরুম নিয়ন্ত্রণ করবে।’
রদ্রিগো–এনড্রিক: সমস্যা অভিজ্ঞতার, প্রতিভার নয়
রিয়াল মাদ্রিদের রদ্রিগো নিয়ে চলমান বিতর্কে দুঙ্গার দৃষ্টিভঙ্গি ঠাণ্ডা মাথার
“ব্রাজিলিয়ান খেলোয়াড় ভিন্ন—তারা সব সময় খ
ফুটবলের ইতিহাসে যার নাম উচ্চারিত হয় প্রথম সারির নেতাদের তালিকায়, সেই কার্লোস কাইতানো ব্লেডর্ন ভেরি, ভক্ততের কাছে যিনি পরিচিত শুধু দুঙ্গা নামে। ১৯৯৪ বিশ্বকাপে ব্রাজিলকে চতুর্থ শিরোপা এনে দেওয়া এই কিংবদন্তি সম্প্রতি মেক্সিকোর পাচুকায় ফুটবল হল অব ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন। সেই উপলক্ষে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে দুঙ্গা খোলামেলা কথা বলেছেন ব্রাজিলের বর্তমান দল, ভিনিসিয়ুস জুনিয়র থেকে শুরু করে রদ্রিগো, এনড্রিক ও ব্রাজিলের নেতৃত্ব সংকট নিয়ে। সেই সাক্ষাৎকারের চুম্বকাংশ কালবেলাার পাঠকদের জন্য তুলে ধরা হল ।
‘ভিনি টেকনিক্যাল লিডার, ট্র্যাডিশনাল নেতা নয়’
দুঙ্গা মনে করেন ব্রাজিলের জন্য এখনো একজন ক্যাপ্টেন-চরিত্র অপরিহার্য। সেই জায়গায় ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যাসেমিরোকে দেখছেন তিনি। দুঙ্গা বলেন, ‘ক্যাসেমিরো সেই নেতা হতে পারে। নেতা বানানো যায় না—আপনি নেতা হয়ে জন্মান। এমন কাউকে দরকার যে ড্রেসিংরুম নিয়ন্ত্রণ করবে।’
রদ্রিগো–এনড্রিক: সমস্যা অভিজ্ঞতার, প্রতিভার নয়
রিয়াল মাদ্রিদের রদ্রিগো নিয়ে চলমান বিতর্কে দুঙ্গার দৃষ্টিভঙ্গি ঠাণ্ডা মাথার
“ব্রাজিলিয়ান খেলোয়াড় ভিন্ন—তারা সব সময় খেলতে চায়। না খেললে মন খারাপ হয়। আর জাবি আলোনসোর সঙ্গে সিস্টেম বদলেছে, রদ্রিগোকে সময় দিতে হবে।’
ব্রাজিলের সাবেক অধিনায়ক জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ব্রাজিল পিছিয়ে আছে—
“এই মুহূর্তে স্পেন, ফ্রান্স ও আর্জেন্টিনা আমাদের চেয়ে এক ধাপ এগিয়ে। কিন্তু ছয় মাসে অনেক কিছু বদলে যেতে পারে।”
‘মেন্টালিটি’—ব্রাজিলের প্রকৃত অস্ত্র
সাক্ষাৎকারের প্রতিটি বক্তব্যে স্পষ্ট, দুঙ্গা এখনও আগের মতোই—স্পষ্টবাদী, পর্যবেক্ষণশক্তি তীক্ষ্ণ, এবং ব্রাজিল ফুটবলের ভবিষ্যত নিয়ে তীব্রভাবে নিবেদিত।