ভিন্ন নারীকে মেজর ডালিমের স্ত্রী দাবি

14 hours ago 6

১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের ঘটনায় খুনের ঘটনায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বীর মুক্তিযোদ্ধা মেজর শরিফুল হক ডালিম (বীর উত্তম)।

সম্প্রতি দৈনিক ইত্তেফাক মেজর ডালিমের স্ত্রীর ছবি দাবিতে এক নারীর ছবি তাদের ইউটিউব চ্যানেলে প্রচার করেছে।

তবে ডালিমের স্ত্রী দাবি করা নারীর ছবিটি সঠিক নয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

সংস্থাটির টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে থাকা নারী মেজর ডালিমের স্ত্রী নন বরং বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমানের পুরোনো একটি ছবি মেজর ডালিমের স্ত্রী দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে প্রথম আলোর ওয়েবসাইটে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর ‘বীরের এ রক্তস্রোত, বাংলার ইকারুস’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে একটি ছবি খুঁজে পাওয়া যায়।

ওই ছবির সঙ্গে মেজর ডালিমের স্ত্রী দাবিতে প্রচারিত ভিডিওর নারীর মিল খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, ছবির এই নারী বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান।

উল্লেখ্য, আগেও একই রকম দাবিটি ইন্টারনেটে প্রচার করা হলে সে সময় বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

Read Entire Article