ভিপি প্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ, কী বললেন প্রক্টর

2 weeks ago 16

রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালালকে পুলিশের কাছে হস্তান্তর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় জালালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ। 

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর রুমে ছুরিকাঘাতের শিকার হন রবিউল হক।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, এ ঘটনায় হল প্রশাসন বাদী হয়ে জালাল আহমদের বিরুদ্ধে থানায় মামলা করেছে। এখন মামলাটি পরবর্তী ধাপে প্রচলিত আইন অনুযায়ী এগিয়ে যাবে।

ঘটনার পর জালাল আহমদের ভিপি প্রার্থিতা বহাল থাকবে কিনা- এমন প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তারা নিজেদের বিধি-বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

জালাল আহমদের বিরুদ্ধে আগের অভিযোগগুলোর প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসন কী পদক্ষেপ নিয়েছিল তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে আজকের ঘটনার পর পূর্ববর্তী সব অভিযোগও খতিয়ে দেখা হবে।

হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রভোস্টের পদত্যাগের দাবির বিষয়ে প্রক্টর বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে আমিও প্রভোস্টের পদত্যাগের দাবি শুনেছি। তবে তারা যদি বুধবার উপাচার্যের সঙ্গে বসে আনুষ্ঠানিকভাবে তাদের দাবি তুলে ধরে, তাহলে সেই দাবিগুলো নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

প্রক্টর আরও জানান, এ ঘটনার কোনো প্রভাব ডাকসুর নির্বাচনে পড়বে না। তিনি বলেন, রাতের ঘটনাকে ডাকসু নির্বাচনকেন্দ্রিক মনে হয়নি। তাই এ ঘটনার কারণে নির্বাচনে কোনো প্রভাব পড়বে বলে মনে করেন না তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দীর্ঘদিনের বাকবিতণ্ডার জেরে রবিউলকে রুমমেট জালাল আহমদ ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় রবিউলকে হাসপাতালে নেওয়ার খবর ছড়িয়ে পড়তেই মুহসীন হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জালাল রুমে আছে জানতে পেরে দুই থেকে তিন শতাধিক শিক্ষার্থী তার কক্ষে ভিড় জমায়। এ সময় অনেকে দরজা ভাঙার চেষ্টা করলে হলের প্রভোস্ট ড. মোহাম্মদ সিরাজুল শিক্ষার্থীদের শান্ত করেন এবং তাৎক্ষণিকভাবে জালালকে বহিষ্কারের আশ্বাস দেন। 

Read Entire Article