ভিপি হওয়ার পর ফেসবুকে প্রথম পোস্টে যা লিখলেন সাদিক কায়েম

2 days ago 5

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নিজ ফেসবুকে পোস্ট দিয়েছেন আবু সাদিক কায়েম।

রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা ৩টা ৪৪ মিনিটে ওই পোস্ট দেন তিনি।

পোস্টে আবু সাদিক কায়েম লিখেছেন, ডাকসু নির্বাচনের আগ থেকেই আমার ফেসবুক আইডিতে ধারাবাহিকভাবে পরিকল্পিত সাইবার হামলা চালানো হয়েছে। ভিপি হিসেবে নির্বাচিত হওয়ার পর এই হামলা আরও ভয়াবহ রূপ নেয়। এর ফলে একাধিকবার আমার আইডি সাসপেন্ড হয়।

ডাকসুর নবনির্বাচিত ভিপি লিখেন, ব্যক্তিগত মতাদর্শের বাইরের কাউকে সাইবার আক্রমণ করা কোনো সুস্থ চর্চা হতে পারে না। যারা এই ন্যক্কারজনক সাইবার হামলার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ইতোমধ্যে আইন প্রয়োগকারী সংস্থার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। 

তিনি আরও লিখেছেন, কয়েকজন শুভাকাঙ্ক্ষী আইডি পুনরুদ্ধারে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাচ্ছি।

Read Entire Article