ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষেই ছিল লিভারপুল। তবে সিংহাসন ধরে রাখার জন্য জিততে হতো অলরেডদের। কারণ, ব্রাইটনের বিপক্ষে যদি ম্যানচেস্টার সিটি জিতে যায়, আর অ্যাস্টন ভিলার কাছে হেরে যায় লিভারপুল, তাহলে শীর্ষস্থান হারাতে হতো অলরেডদের। দুই সমীকরণের কোনোটিই মেলেনি শনিবার রাতে।
ভিলাকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে লিভারপুল। অন্যদিকে ব্রাইটনের কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে ম্যানসিটি। এতে শীর্ষস্থান আরও মজবুত হয়েছে লিভারপুলের। দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটি থেকে এখন ৫ পয়েন্ট বেশি আর্নে স্লটের শিষ্যদের।
১১ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ২৮। সমান ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানসিটির পয়েন্ট ২৩। ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নটিংহ্যাম ফরেস্ট।
এমএইচ/এমএস