ভিসি নিয়োগের পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আনন্দ মিছিল

2 hours ago 4

উপাচার্য নিয়োগের পর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিল বের করেন তারা।

মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইটসহ অন্যান্য সহ-সমন্বয়করা অংশ নেন।

আরও পড়ুন:

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর মন্ডল বলেন, উপাচার্য নিয়োগ না হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। নতুন উপাচার্যের নেতৃত্বে আশা করি সব সংকট কাটিয়ে উঠবে। আমাদের প্রত্যাশা থাকবে বিভাগগুলো যেন সেশনজটমুক্ত করা হয়।

সোমবার ইসলামী বিশ্ববিদ্যায়ের ১৪তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি এরআগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ১২ বছর শিক্ষকতা করেছেন। ছাত্র-জনতার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পাশে থেকে ভূমিকা রাখেন অধ্যাপক নসরুল্লাহ।

মুনজুরুল ইসলাম/এসআর/এমএস

Read Entire Article