ভিসিসহ আন্দোলনে বিরোধিতাকারীদের পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম

3 months ago 15

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ কোটা সংস্কার আন্দোলনে বিরোধিতাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বুধবার (৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবির সমন্বয়ক হাফিজুল ইসলাম। পদত্যাগ না করলে তাদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনকারীরা।

বিজ্ঞপ্তিতে আন্দোলনের সমন্বয়ক হাফিজুল ইসলাম বলেন, শাবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা, প্রভোস্ট বডি, শিক্ষক সমিতিসহ আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া সব শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব পালনে ব্যর্থতার ও শিক্ষার্থীদের মৃত্যু ঝুঁকিতে ফেলার দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা এবং নিজ নিজ দায়িত্ব থেকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। অন্যথায় তাদের ক্যাম্পাস থেকে চিরজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

এতে আরও বলা হয়, যারা দায় স্বীকার করে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন, তাদের ক্যাম্পাসে থাকার বিষয়ে শিক্ষার্থীরা বিবেচনা করবেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈষম্যহীন নিরাপদ ক্যাম্পাস তৈরির জন্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবিপ্রবির সমন্বয়ক টিম খুব শিগগির একটা প্রস্তাবনা তুলে ধরবে। প্রস্তাবনা তুলে ধরার আগ পর্যন্ত ক্যাম্পাসের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে শিক্ষার্থী ও শিক্ষকরা ক্যাম্পাসে অবাধে চলাফেরা এবং অবস্থান করতে পারবেন।

আহমেদ জামিল/এসআর/এমএস

Read Entire Article