ভিয়েতনাম থেকে ১২ হাজার ৭০০ টন চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। সোমবার (৭ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ৩ ফেব্রুয়ারি ভিয়েতনামের সঙ্গে সম্পাদিত জিটুজি চুক্তির আওতায় এ আতপ চাল কেনা হয়েছিল। ওই সময় এক লাখ টন চালের চুক্তি হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৭০০ টনের এ চালান এসেছে। এরই মধ্যে চুক্তি মোতাবেক বিভিন্ন চালানে মোট ৬০ হাজার টন চাল দেশে পৌঁছেছে।
এনএইচ/এমআরএম/এএসএম