ভুটান যাওয়ার আগে বিদ্রোহী সাবিনাদের যা বললেন বাফুফে সভাপতি

18 hours ago 8

লম্বা ছুটি কাটিয়ে নারী ফুটবলাররা ক্যাম্পে ফিরবেন রোববার। বাফুফের চুক্তিবদ্ধ ৩৭ ও বিদ্রোহী ১৮ ফুটবলারকে ডাকা হয়েছে এই ক্যাম্পে। জুলাইয়ে এশিয়ান কাপ বাছাই ও তার আগে সাফ অনূরর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের জন্যই এই প্রস্তুতি শুরু হতে যাচ্ছে।

রোববার ক্যাম্প শুরু হলেও একদিন আগেই বাফুফে ভবনে উঠেছেন সিনিয়র ৬ ফুটবলার। সাবিনা খাতুন, মাৎসুশিমা সুমাইয়া, মাসুরা পারভীন, রূপনা চাকমা, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমদের একদিন আগে বাফুফে ভবনে আসার কারণ ছিল তারা রোববার সকালে ভুটানের উদ্দেশ্যে রওনা দেবেন সেই দেশের ঘরোয়া লিগ খেলতে।

১৫ এপ্রিল শুরু হতে যাওয়া এই লিগে দুই ক্লাবে খেলবেন বাংলাদেশের এই ৬ ফুটবলার। ভুটান যাওয়ার আগে শনিবার তাদের সাথে বসেছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করবেন না বলে বেঁকেছিলেন যে ১৮ ফুটবলার তাদের নেতৃস্থানীয় এই ৬ জনকে নিয়ে বাফুফে সভাপতি কয়েকজন কর্মকর্তা নিয়ে লম্বা সময় কথা বলেছেন। ভুটানে গিয়ে ভালো খেলতে হবে, দেশের সম্মানের কথা মাথায় রাখতে হবে- এই জাতীয় অভিভাবকসুলভ কথা সাবিনাদের বলেছেন বাফুফে সভাপতি।

বিদ্রোহ করা ১৮ ফুটবলার যখন ছুটিতে যান তখন বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেছিলেন, ‘তারা ছুটি থেকে ফিরে অনুশীলনে যোগ দেবেন।’

সাবিনাদের শুভ কামনা জানিয়ে বাফুফে সভাপতি তাদের বলেছেন জুলাইয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে তারা যেন এসে ক্যাম্পে যোগ দেন। তবে সাবিনারা নাকি কোনো কথা বলেননি। যে কারণে, একটা রহস্য তো থেকেই যাচ্ছে।

দীর্ঘ অপেক্ষা ছিল গণমাধ্যমের। ভবনের চতুর্থ তলায় মেয়েদের সাথে আলোচনা করে নামার সময় বাফুফে সভাপতি কোনো কথা বলেননি। সাংবাদিকদের লম্বা সময় অপেক্ষা করিয়ে তারপর মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবুকে পাঠানো হয়ে ব্রিফ করতে।

আমিরুল ইসলাম বাবু বলেন, ‘বিদেশে খেলতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটা অনুমতি লাগে। ভুটানের ক্লাব লেভেলে খেলার জন্য ৬ ফুটবলার যাচ্ছেন। আমরা ছাড়পত্র দিয়েছি। এ জন্যই সভাপতি এসেছিলেন। সভাপতি তাদের জানিয়েছেন, বাংলাদেশের ভাবমূর্তি যাতে বাড়ে সেদিকে নজর রাখতে। দেশের জন্য সম্মান বয়ে আনার বার্তাই মেয়েদের দিয়েছন সভাপতি।’

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে সাবিনারা ফিরবেন কিনা জানতে চাইলে বাবু বলেন, ‘এশিয়ান কাপের খেলা কোনো অবস্থাতেই মিস করার উপায় নাই। অন্য কোনো খেলা হলে ক্লাব ছাড়পত্র দিতে নাও পারে। এশিয়ান কাপে সেই অনুমতি দিতেই হবে ওই ক্লাবকে, সেটা তাদের সঙ্গে কন্ট্রাক্ট রয়েছে, কথাও হয়েছে। ক্লাবকে আমরা বলেও রেখেছি। আমাদের সবকিছু যখন শুরু হবে, তারা দেশে আসবে, দলেও আসবে এবং দলের সঙ্গে তারা অনুশীলন করবে।’

তারা ফিরে পিটার বাটলারের অধীনে অনুশীলনে যোগ দেবেন কিনা সে বিষয়ে আমিরুল ইসলাম বাবু বলেন, ‘আমি যা বললাম এর বাইরে কোনো আলাপ হয় নাই। তারা দেশের বাইরে খেলতে যাচ্ছে এটা নিয়েই কথা হয়েছে। ওরা সবার কাছে দোয়া চেয়েছেন।’

আরআই/আইএইচএস/

Read Entire Article