ভুটান যেতে খরচ কমলো বাংলাদেশিদের

4 months ago 64

বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমালো ভুটান। দেশটিতে ভ্রমণে এখন থেকে প্রতিদিন বাংলাদেশিদের ১৫ মার্কিন ডলার ফি দিতে হবে, যা আগে ছিল ২০০ ডলার। সোমবার (৩ জুন) ভুটানের পর্যটন বিভাগের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভুটান সরকারের পর্যটন বিভাগ জানিয়েছে দেশটি বাংলাদেশি পর্যটকদের জন্য নীতি সংশোধন করেছে। নতুন নীতি অনুযায়ী বাংলাদেশি পর্যটকদের টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) হিসেবে শুধুমাত্র ১৫ মার্কিন ডলার দিতে হবে, যা ভারতীয় পর্যটকদের ওপর আরোপিত ফির সমান। নতুন ফি রোববার থেকে কার্যকর করা হয়েছে।

আগে বাংলাদেশিদের ভুটান ভ্রমণে প্রতিদিন ২০০ মার্কিন ডলার ফি দেওয়া লাগতো। নতুন নীতিমালার আওতায় বাংলাদেশি পর্যটকরা কম খরচে ভুটান ভ্রমণ করতে পারবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সম্পর্ক আরও সুসংহত হয়েছে।

আইএইচআর/এমআইএইচএস/জেআইএম

Read Entire Article