ভুটানে আরেকটি হ্যাটট্রিক সাবিনা-সুমাইয়ার

3 months ago 59

ইংলিশ কোচ পিটার বাটলারের রোষানলে পড়ে জর্ডান সফরের জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন দেশসেরা নারী ফুটবলার সাবিনা খাতুন ও জাপান প্রবাসী মাৎসুশিমা সুমাইয়া। তারা এখন খেলছেন ভুটানের ঘরোয়া লিগে পারো এফসিতে। গোলমেশিনখ্যাত সাবিনা ভুটানের লিগে গোলের বন্যা বইয়ে দিচ্ছেন।

গত ১৫ মে পারো এফসির প্রথম ম্যাচে ২৮-০ ব্যবধানের বিশাল জয়ে সাবিনা খাতুনের ছিল ৯ গোল। বাংলাদেশের আরও ৩ ফুটবলারের মধ্যে মনিকা চাকমা ৭, সুমাইয়া ৫ ও ঋতুপর্ণা চাকমা করেছিলেন ৪ গোল।

ভুটানে আরেকটি হ্যাটট্রিক সাবিনা-সুমাইয়ার

বুধবার দ্বিতীয় ম্যাচে পারো এফসি খেলেছে গেলেফু সিটি এফসির বিপক্ষে। সাবিনারা জিতেছে ১১-১ গোলে। সাবিনা ও সুমাইয়া হ্যাটট্রিক করেছেন এই ম্যাচেও। গোলের পাশাপাশি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন সুমাইয়া।

ভুটানের উইমেন্স ন্যাশনাল লিগে তিন ক্লাবে বাংলাদেশের ১০ ফুটবলার খেলছেন। ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলছেন গোলরক্ষক রূপনা চাকমা, ডিফেন্ডার মাসুরা পারভীন ও ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার এবং থিম্পু সিটি এফসিতে খেলছেন সানজিদা, শামসুন্নাহার সিনিয়র ও মারিয়া মান্দা।

আরআই/এমএইচ/জিকেএস

Read Entire Article