ভুল করলে যৌক্তিক সমালোচনা করবেন, অনুরোধ হামীমের

20 hours ago 5

ভুল করলে যৌক্তিক সমালোচনা করার অনুরোধ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস পদে লড়াই করা ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ তানভীর বারী হামিম।

সোমবার (১৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ অনুরোধ জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে ৬ষ্ঠ শ্রেণিতে আমার ছাত্রদলে যুক্ত হওয়া। বেগম খালেদা জিয়ার জীবন থেকে আপসহীনতা ও সংগ্রাম এবং তারেক রহমানের জীবন থেকে বিনয় ও অন্তর্ভুক্তি মানসিকতাকে ধারণ করে ব্যক্তি ও রাজনৈতিক জীবনে প্রতিফলিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি অবিরাম।

তিনি আরও লেখেন, আপনাদের দোয়া ও সমর্থন আশা করি সবসময়। ভালো করলে যেমন অনুপ্রাণিত করবেন, ভুল করলে যৌক্তিক সমালোচনা করতেও ছাড়বেন না- এটাই অনুরোধ।

এর আগে গত ৮ সেপ্টেম্বর রাতে ডাকসু নির্বাচনের ভোটের ফলাফল মেনে নিয়ে ফেসবুক পোস্ট দেন হামিম। জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম তার স্ট্যাটাসে লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন—এটিই তাদের রায়, তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন‍্য অপেক্ষমাণ। আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ ভোটানুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা দিয়েছে।’

নিজের সেই স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ‘যা-ই হোক, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা— আমি বরাবরই আপনাদের কাছে আপনাদের ভালোবাসায় ঋণী। আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং যতদিন থাকব, আপনাদের পাশেই থাকব।’

Read Entire Article