‘ভুল করে’ কারাগার থেকে মুক্তি দেওয়া আসামিকে খুঁজছে পুলিশ

3 weeks ago 10
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হ্যারিস কাউন্টি পুলিশ এমন এক ব্যক্তিকে খুঁজছে, যিনি কারাগার থেকে ‘ভুলবশত’ মুক্তি পেয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে। ভুলবশত মুক্তি পাওয়া ওই ব্যক্তির নাম টরি ডুগাস (৩৬)। পরিবারের এক সদস্যকে আক্রমণের দায়ে পাঁচ বছর ও গ্রেপ্তার এড়ানোর দায়ে দুই বছরের কারাদণ্ড পেয়েছিলেন। হ্যারিস কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, ডুগাস বৃহস্পতিবার থেকে অন্যান্য অভিযোগে হ্যারিস কাউন্টি কারাগারে ছিলেন। অভিযোগগুলো পরবর্তীতে বাতিল হলে স্থানীয় সময় রোববার ভোর সাড়ে ৪টায় তাকে মুক্তি দেওয়া হয়। ডুগাসের ‘ভুল মুক্তির’ কারণ নির্ধারণ করতে একটি ‘পূর্ণাঙ্গ তদন্ত’ চলছে জানিয়ে শেরিফ অফিস এক বিবৃতিতে বলেছে, মনে হচ্ছে কারাগারের কর্মীরা ডুগাসের ফাইলে অঙ্গরাজ্য কারাগারের সাজা তথ্য সঠিকভাবে লিপিবদ্ধ করেননি। যে কারণে তিনি মুক্তি পাওয়ার যোগ্য বলে ধরে নেওয়া হয়েছিল। আরও পড়ুন: জুমার নামাজে না গেলে ২ বছরের দণ্ডের বিধান করল যে দেশ হিউস্টন ক্রনিকল পুলিশের মুখপাত্র জেসন স্পেনসারের উদ্ধৃতি দিয়ে বলেছে, কারাগারের কর্মীরা সোমবার সকালে যখন অঙ্গরাজ্য কারাগারের হেফাজতে পাঠানোর তালিকা যাচাই করছিলেন, তখন তারা দেখেন ডুগাস অনুপস্থিত। পুলিশ জনসাধারণকে অনুরোধ করেছে, ডুগাসকে দেখলে তারা যেন যোগাযোগ করে। এটি হ্যারিস কাউন্টি কারাগার থেকে কেউ ভুলবশত মুক্তি পাওয়ার প্রথম ঘটনা নয়। চলতি বছরই নৃশংস খুনের অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তিকে একই নামে অন্য কারও সঙ্গে মিলিয়ে ফেলে মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ২৪ ঘণ্টা মুক্ত থাকার পর স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছিলেন।
Read Entire Article