ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, ডাক্তারের শাস্তির দাবিতে বিক্ষোভ

7 hours ago 5

অবহেলা ও ভুল চিকিৎসায় একাধিক রোগীর মৃত্যুর অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. লেলিনের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় হাসপাতালের সামনে এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, রোগীর স্বজন ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। 

এসময় বক্তারা অভিযোগ করেন বলেন, ডা. লেলিনের দায়িত্বহীনতা ও অনিয়মের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। অবহেলা ও ভুল চিকিৎসায় একাধিক রোগীর মৃত্যুর অভিযোগে তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। ক্লিনিক বাণিজ্য করে করেছেন অবৈধ সম্পদ। অবিলম্বে তার অপসারণ এবং যথাযথ শাস্তির দাবি জানাই। যদি যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়, যা হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।

Read Entire Article