ভুল শ্রাবণের ফুল
ভাগ্য বড় রহস্যময়। কয়েক দিনের মধ্যে অনার্সের রেজাল্ট হওয়ার কথা। শাওন পড়ালেখায় ভালো। চাকরি পেতে বেগ হবে না। কিন্তু করোনার জন্য সব ভেস্তে গেল। অন্যদিকে ঐন্দ্রিলা বাড়ি ফেরার পর বাবা উঠেপড়ে লেগেছেন বিয়ে দেওয়ার জন্য। শাওনকে বিষয়টা জানাতে ইচ্ছা করে। ‘কিন্তু শাওন তো কোনো কথা দেয়নি? ভালো লাগার কথাও বলেনি। কেবল ধারণার বশবর্তী হয়ে শাওনকে বলা কি উচিত হবে।’ ইত্যাদি ভেবে যোগাযোগ করার চেষ্টা করে না।
ভাগ্য বড় রহস্যময়। কয়েক দিনের মধ্যে অনার্সের রেজাল্ট হওয়ার কথা। শাওন পড়ালেখায় ভালো। চাকরি পেতে বেগ হবে না। কিন্তু করোনার জন্য সব ভেস্তে গেল। অন্যদিকে ঐন্দ্রিলা বাড়ি ফেরার পর বাবা উঠেপড়ে লেগেছেন বিয়ে দেওয়ার জন্য। শাওনকে বিষয়টা জানাতে ইচ্ছা করে। ‘কিন্তু শাওন তো কোনো কথা দেয়নি? ভালো লাগার কথাও বলেনি। কেবল ধারণার বশবর্তী হয়ে শাওনকে বলা কি উচিত হবে।’ ইত্যাদি ভেবে যোগাযোগ করার চেষ্টা করে না।