ভুলক্রমে শাবিপ্রবি কেন্দ্রে ঢাকার ভর্তিচ্ছু, পাশে দাঁড়ালো শিবির

4 hours ago 4

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দেশের পাঁচটি বিভাগীয় কেন্দ্রে এ পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়। এতে একজন শিক্ষার্থীর আসন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পড়লেও ভুলক্রমে তিনি শাবিপ্রবি কেন্দ্রে চলে আসেন। ফলে ওই শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবেন কি না দুশ্চিন্তায় পড়ে যান। এসময় ওই শিক্ষার্থীর পাশে দাঁড়ায় ইসলামী ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখা।

খোঁজ নিয়ে জানা যায়, মুশফিকা নাজনীন ছোয়া নামের এক পরীক্ষার্থী শাবিপ্রবির ‘এ’ ইউনিটের আবেদন করেছেন। তার বাড়ি বরিশাল। তার ভর্তি পরীক্ষার কেন্দ্র পড়েছে ঢাকার সরকারি ল্যাবরেটরি স্কুলে। কিন্তু তিনি ভুলবশত শাবিপ্রবি কেন্দ্রে চলে আসেন। পরে শিক্ষার্থীর অভিভাবক নিরুপায় হয়ে শিবিরের সহায়তা কেন্দ্রে এসে বিষয়টি জানান। শাবিপ্রবি ছাত্রশিবিরের নেতাকর্মীরা ভর্তি কমিটির সঙ্গে যোগাযোগ করে ওই ভর্তিচ্ছুকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেন।

এ বিষয়ে জানতে চাইলে ওই শিক্ষার্থীর অভিভাবক মোস্তাফিজুর রহমান সানু বলেন, ‌‘আমার মেয়ের কেন্দ্র ছিল ঢাকায়। ভুলবশত আমরা আজ সকালে শাবিপ্রবিতে চলে আসি। তখন আমি নিরুপায় হয়ে শাবিপ্রবির ছাত্রশিবিরের সহায়তা কেন্দ্রে থাকা নেতাকর্মীদের বিষয়টি জানাই। তখন তারা তাদের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেন। পরে আমাকে আশ্বস্ত করে জানান, আমার মেয়ে এখানেই পরীক্ষা দিতে পারবে।’

তিনি আরও বলেন, ‘ছাত্রশিবিরের সহায়তা কেন্দ্র যদি না থাকতো তাহলে হয়তো আমার মেয়ে পরীক্ষা দিতে পারতো না। তারা শুধু আমার মেয়েকেই হেল্প করেনি, তারা শিক্ষার্থীদের পানি, কলম ও স্যালাইনসহ প্রয়োজনীয় উপকরণ দিয়ে এবং অভিভাবকের বসার ব্যবস্থা করে সহায়তা করেছেন। ছাত্রসংগঠনের নেতাকর্মীরা এভাবেই শিক্ষার্থীদের পাশে থাকা উচিত।’

ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখার সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, ‘ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীবান্ধব কাজ করে থাকে। আমরা ওই পরীক্ষার্থীর পাশে থাকার চেষ্টা করেছি।’

এ বিষয়ে ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘একজন শিক্ষার্থী ভুল করে তার নির্ধারিত কেন্দ্র থেকে শাবিপ্রবিতে চলে আসে। আমরা ওই শিক্ষার্থীর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি।’

নাঈম আহমদ শুভ/এসআর

 

Read Entire Article