ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের প্রধান মাধ্যম এখন ই-মেইল। যেখানে ব্যাংকিং তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমের লগইন, অফিসিয়াল ডকুমেন্টসহ নানা সংবেদনশীল তথ্য থাকে। অনেক সময় স্টোরেজ খালি করতে মেইল ডিলিট করেন।
দেখা যায় একসঙ্গে অনেক মেইল ডিলিট করতে গিয়ে দরকারি মেইলও ডিলিট হয়ে গেছে। পড়ে যান দুশ্চিন্তায়। তবে ঘাবড়ানোর কিছু নাই। খুব সহজেই এই মেইল আপনি ফিরে পাবেন।
যদি ভুলবশত একটি গুরুত্বপূর্ণ ই-মেইল ডিলিট করে ফেলেন, তাহলে আতঙ্কিত হবেন না। জি-মেইলের সব মুছে ফেলা ই-মেইল ৩০ দিনের জন্য ট্র্যাশ ফোল্ডারে থাকে। এই সময়ের মধ্যে, আপনি সহজেই সেগুলো পুনরুদ্ধার করতে পারেন।
আপনি যে কোনো জায়গা থেকে এই বৈশিষ্ট্যটি ব্যবহার করতে পারেন-মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট বা ডেস্কটপ। তবে ট্রাশ যদি আগেই ক্লিয়ার করে ফেলেন তাহলে আর কিছু পাবেন না। ট্রাশ একবার ক্লিয়ার করলে মেইল আর ফিরে পাওয়ার কোনো উপায় নেই।
আরও পড়ুন
কেএসকে/এমএস