ভুয়া খবর ছড়াচ্ছে দুটি সংবাদমাধ্যম, ট্রাম্পের ক্ষোভ

2 months ago 5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএনএন ও নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, সংবাদমাধ্যম দুটি ভুয়া নিউজ প্রকাশ করেছে। মার্কিন হামলায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষতি হয়নি বলে সংবাদ প্রকাশের জেরে ট্রাম্পের এ ক্ষোভ। খবর ফক্স নিউজের। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, মিথ্যা খবরের সিএনএন ও ব্যর্থ নিউইয়র্ক টাইমস একসঙ্গে মিলে ইতিহাসের সবচেয়ে সফল সামরিক হামলাগুলোর একটিকে হেয় করার চেষ্টা করছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। টাইমস ও সিএনএন দুটিই জনগণের কাছে সমালোচিত হচ্ছে।  সিএনএনের একটি রিপোর্টে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে বলা হয়েছে, ট্রাম্পের নির্দেশিত হামলাগুলো তেহরানের পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করার ক্ষমতাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারেনি। ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রাথমিক গোয়েন্দা মূল্যায়ন তুলে ধরে সংবাদমাধ্যমটি। সেই গোয়েন্দা তথ্যে দাবি করা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি এক বছরেরও কম সময়ে পুনরায় চালু হতে পারে। হোয়াইট হাউস ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই রিপোর্টগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানান। হেগসেথ বলেন, আমরা যা কিছু দেখেছি তার ভিত্তিতে আমাদের বোমা হামলা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। আমাদের বিশাল বোমাগুলো প্রতিটি লক্ষ্যবস্তুতে সঠিক স্থানে আঘাত হানে এবং নিখুঁতভাবে কাজ করেছে। সেই বোমাগুলোর প্রভাব ইরানের ধ্বংসস্তূপের পাহাড়ের নিচে চাপা পড়েছে। তাই যে কেউ বলছে বোমাগুলো ধ্বংসাত্মক ছিল না, তারা কেবল প্রেসিডেন্ট এবং সফল মিশনকে হেয় করার চেষ্টা করছে।
Read Entire Article