ভুয়া ফটোকার্ড ও অপপ্রচারের অভিযোগে জিডি করলেন ছাত্রদলের আবিদ-মায়েদ

ভুয়া ফটোকার্ড ও অপপ্রচার চালানোর অভিযোগে বাংলাদেশ টাইমস নামের একটি সংবাদ পোর্টালের বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান ও বিজয় একাত্তর হলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ মায়েদ।  শুক্রবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় তারা শাহবাগ থানায় জিডি করেন। এই জিডির বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর নিশ্চিত করেছেন। জিডি করার পর আবিদুল ইসলাম খান সাংবাদিকদের জানান, ডাকসু নির্বাচন থেকে এ পর্যন্ত আমাদের সঙ্গে কত স্তরের নোংরামি করা হয়েছে।  আমরা এতদিন ধৈর্যের পরিচয় দিয়েছি। বাকস্বাধীনতার ব্যাপারে আমরা আপসহীন ছিলাম, সমালোচকদেরও সমালোচনা করার সুযোগ দিয়েছি। কিন্তু যে কথা আমি ও মায়েদ বলিনি, তা আমাদের নামে চালিয়ে দেওয়ায় আমার ও সংগঠনের সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।  তিনি বলেন, আমি যখন এর প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দিই, তখন অনেকে বাংলাদেশ টাইমস-এর বিরুদ্ধে মামলা করার কথা বলেন। তবে আমাদের ও সংগঠনের নিরাপত্তার স্বার্থে আমরা মামলা না করে সাধারণ ডায়েরি করছি। এ বিষয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের আহ্বায়ক তানভীর আ

ভুয়া ফটোকার্ড ও অপপ্রচারের অভিযোগে জিডি করলেন ছাত্রদলের আবিদ-মায়েদ

ভুয়া ফটোকার্ড ও অপপ্রচার চালানোর অভিযোগে বাংলাদেশ টাইমস নামের একটি সংবাদ পোর্টালের বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান ও বিজয় একাত্তর হলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ মায়েদ। 

শুক্রবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় তারা শাহবাগ থানায় জিডি করেন। এই জিডির বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর নিশ্চিত করেছেন।

জিডি করার পর আবিদুল ইসলাম খান সাংবাদিকদের জানান, ডাকসু নির্বাচন থেকে এ পর্যন্ত আমাদের সঙ্গে কত স্তরের নোংরামি করা হয়েছে।  আমরা এতদিন ধৈর্যের পরিচয় দিয়েছি। বাকস্বাধীনতার ব্যাপারে আমরা আপসহীন ছিলাম, সমালোচকদেরও সমালোচনা করার সুযোগ দিয়েছি। কিন্তু যে কথা আমি ও মায়েদ বলিনি, তা আমাদের নামে চালিয়ে দেওয়ায় আমার ও সংগঠনের সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। 

তিনি বলেন, আমি যখন এর প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দিই, তখন অনেকে বাংলাদেশ টাইমস-এর বিরুদ্ধে মামলা করার কথা বলেন। তবে আমাদের ও সংগঠনের নিরাপত্তার স্বার্থে আমরা মামলা না করে সাধারণ ডায়েরি করছি।

এ বিষয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ বলেন, স্বীকৃতি নিউজ পোর্টাল বাংলাদেশ টাইমস উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আবিদ ভাই ও আমাকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করেছে। এই ধরনের আচরণ তাদের এবারই প্রথম নয়। ডাকসুর সময় থেকে বাংলাদেশ টাইমসের রিপোর্টার এউ ধরনের প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow