ভুয়া বিচারপতির ভাগ্নে পরিচয়ে জামিনের তদবির, আনসার সদস্য আটক

শরীয়তপুরের গোসাইরহাট আমলি আদালতে ভুয়া বিচারপতির ভাগ্নে পরিচয়ে এক আসামিকে জামিনের তদবির করতে এসে মিজানুর রহমান নামের এক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়।অভিযুক্ত মিজানুর পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা। তিনি রাজধানীর মহাখালী স্বাস্থ্য বিভাগে আনসার সদস্য হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে এক বিচারপতির ভাগ্নে পরিচয় দিয়ে আমলি আদালত গোসাইরহাট থানার দায়িত্বরত বিচারকের সঙ্গে সাক্ষাৎ করেন মিজানুর। ওই সময় তিনি একটি মামলার এক নম্বর আসামি রাকিব বেপারীকে জামিন দিতে তদবির করেন ও নিয়ম বর্হিভূতভাবে মামলার কাগজপত্র ও আইনজীবী আব্দুস সালামের স্বাক্ষরিত তিন ফর্দ বিশিষ্ট জামিনের দরখাস্ত দেন। বিষয়টি বিচারকের সন্দেহ হলে তিনি মিজানুরের কাছ থেকে পরিচয় দেওয়া ওই বিচারকের মুঠোফোন নম্বর সংগ্রহ করে যোগাযোগ করার চেষ্টা করেন। তবে নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে খবর পেয়ে অভিযুক্ত মিজানুরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।শরীয়তপুর জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী কামাল হোসাইন জানান, অভিযুক্ত আনসার সদস্য বর্তমানে পালং থানা পুলিশ

ভুয়া বিচারপতির ভাগ্নে পরিচয়ে জামিনের তদবির, আনসার সদস্য আটক

শরীয়তপুরের গোসাইরহাট আমলি আদালতে ভুয়া বিচারপতির ভাগ্নে পরিচয়ে এক আসামিকে জামিনের তদবির করতে এসে মিজানুর রহমান নামের এক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়।

অভিযুক্ত মিজানুর পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা। তিনি রাজধানীর মহাখালী স্বাস্থ্য বিভাগে আনসার সদস্য হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে এক বিচারপতির ভাগ্নে পরিচয় দিয়ে আমলি আদালত গোসাইরহাট থানার দায়িত্বরত বিচারকের সঙ্গে সাক্ষাৎ করেন মিজানুর। ওই সময় তিনি একটি মামলার এক নম্বর আসামি রাকিব বেপারীকে জামিন দিতে তদবির করেন ও নিয়ম বর্হিভূতভাবে মামলার কাগজপত্র ও আইনজীবী আব্দুস সালামের স্বাক্ষরিত তিন ফর্দ বিশিষ্ট জামিনের দরখাস্ত দেন। বিষয়টি বিচারকের সন্দেহ হলে তিনি মিজানুরের কাছ থেকে পরিচয় দেওয়া ওই বিচারকের মুঠোফোন নম্বর সংগ্রহ করে যোগাযোগ করার চেষ্টা করেন। তবে নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে খবর পেয়ে অভিযুক্ত মিজানুরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

শরীয়তপুর জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী কামাল হোসাইন জানান, অভিযুক্ত আনসার সদস্য বর্তমানে পালং থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, আদালত থেকে এখনো কোনো এজাহার হাতে আসেনি। তবে অভিযুক্ত ব্যক্তি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আনসার সদস্য হিসেবে ঢাকায় কর্মরত থাকার কথা জানান। এখন আদালতের নির্দেশনায় বিষয়টি রেকর্ডভুক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow