ভূমিকম্প থেকে আত্মরক্ষার দোয়া ও করণীয় আমল

গত ২১ নভেম্বর দেশে বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়। ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী এই কম্পনে অন্তত ১০ জনের মৃত্যু হয়। এরপর দফায় দফায় আরও কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। টানা এসব ভূকম্পনে জনমনে বেশ আতঙ্ক বিরাজ করছে।  এ অবস্থায় ভূমিকম্পে ধ্বংস বা চাপা পড়ে মৃত্যু থেকে বাঁচার দোয়া ও আমল জানিয়েছেন প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ। সম্প্রতি তার ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভূমিকম্প হলে একজন ঈমানদার আল্লাহ রব্বুল আলামিনের ওপর পরিপূর্ণরূপে ভরসা করবে এবং আত্মরক্ষার জন্য সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ, তাদের পরামর্শগুলো মেনে চলবেন।’ ‘পাশাপাশি ভূমিকম্পের সময় কিংবা আগে থেকেই আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা একটা দোয়া নিবেদন করতে পারি, যে দোয়ার মাধ্যমে  ভূমিকম্প দ্বারা ক্ষয়ক্ষতি, ধ্বংস বা মৃত্যু থেকে বেঁচে থাকতে পারি।’ ‘দোয়াটি নবীজিও (সা.) পাঠ করতেন। সেটি হলো,  আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাত-তারাদ্দি ওয়াল-হাদাম, ওয়াল গারাকি ওয়াল হারাক— ওয়া আউযুবিকা আন ইয়াতাখাব্বাতানিয়াশ শাতানু ইন্দাল মাওত, ওয়া আউযুবিকা আন আমুতা ফি সাবিলাক মুদবিরা, আও আমূতা লাদিগা।’ ‘অর্থ : হে আল্লাহ আ

ভূমিকম্প থেকে আত্মরক্ষার দোয়া ও করণীয় আমল

গত ২১ নভেম্বর দেশে বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়। ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী এই কম্পনে অন্তত ১০ জনের মৃত্যু হয়। এরপর দফায় দফায় আরও কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। টানা এসব ভূকম্পনে জনমনে বেশ আতঙ্ক বিরাজ করছে। 

এ অবস্থায় ভূমিকম্পে ধ্বংস বা চাপা পড়ে মৃত্যু থেকে বাঁচার দোয়া ও আমল জানিয়েছেন প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ।

সম্প্রতি তার ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভূমিকম্প হলে একজন ঈমানদার আল্লাহ রব্বুল আলামিনের ওপর পরিপূর্ণরূপে ভরসা করবে এবং আত্মরক্ষার জন্য সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ, তাদের পরামর্শগুলো মেনে চলবেন।’

‘পাশাপাশি ভূমিকম্পের সময় কিংবা আগে থেকেই আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা একটা দোয়া নিবেদন করতে পারি, যে দোয়ার মাধ্যমে  ভূমিকম্প দ্বারা ক্ষয়ক্ষতি, ধ্বংস বা মৃত্যু থেকে বেঁচে থাকতে পারি।’

‘দোয়াটি নবীজিও (সা.) পাঠ করতেন। সেটি হলো,  আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাত-তারাদ্দি ওয়াল-হাদাম, ওয়াল গারাকি ওয়াল হারাক— ওয়া আউযুবিকা আন ইয়াতাখাব্বাতানিয়াশ শাতানু ইন্দাল মাওত, ওয়া আউযুবিকা আন আমুতা ফি সাবিলাক মুদবিরা, আও আমূতা লাদিগা।’

অর্থ : হে আল্লাহ আপনার কাছে আমি পানাহ চাই  উপর থেকে পড়ে মৃত্যুবরণ করা থেকে কিংবা কোনো ভবন বা কোনোকিছু ভেঙে চাপা পড়ে মৃত্যুবরণ করা এবং আগুন-পানিতে মৃত্যুবরণ করা থেকে। আর মৃত্যুর সময় সন্তানের কুমন্ত্রণা, প্ররোচনা ইত্যাদি থেকে পানাহ চাই এবং আপনার রাহে জিহাদে গেলে আমি যেন কখনো ফিরে আসতে না হয়, সামনে অগ্রসর হতে পারি। এ ছাড়া আমি যেন কখনো সাপের আঘাতে মৃত্যুবরণ না করি।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow