ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও ৫ দেশ

8 hours ago 2

বাংলাদেশের বিভিন্ন এলাকায় রবিবার বিকেলে ভূমিকম্প অনুভূত হয়। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টা ১১ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

তবে শুধু বাংলাদেশ নয়, এ সময় দক্ষিণ এশিয়ার আরও পাঁচটি দেশও একসঙ্গে ভূমিকম্পে কেঁপে উঠেছে।

দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার ও চায়না।

এদিকে বাংলাদেশের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহযোগী ইকবাল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ভূমিকম্প হয়েছে, এটা নিশ্চিত। তবে এর উৎপত্তিস্থল ও বিস্তারিত তথ্য আমরা সংগ্রহ করছি। শিগগিরই জানানো হবে।’

আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে এই ভূমিকম্পেন মাত্রা ছিল ৫ দশমিক ৫। মাত্রার হিসাবে এটি মৃদু ভূমিকম্প। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসাম। ভূমিকম্পেন এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি।

Read Entire Article