ভূমিকম্পে কাঁপল মার্কিন দূতাবাস, বন্ধ ঘোষণা

2 months ago 26
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ ভানুয়াতুতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ৭.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী পোর্ট ভিলায় অবস্থিত মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে দূতাবাসটির যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূতাবাসটি বন্ধ থাকবে। মার্কিন কর্মকর্তারা এ নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। সে সঙ্গে জানানো হয়েছে, ভূমিকম্পের সময় ভবনে থাকা সব কর্মী নিরাপদ রয়েছেন। কর্মকর্তারা সোশ্যাল মিডিয়ায় পরবর্তী আপডেট জানাবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া দূতাবাসের এক বার্তায় বলা হয়েছে, এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের বিষয়ে আমরা উদ্বিগ্ন। পরিস্থিতি উত্তরণে মার্কিন সরকার ভানুয়াতুতে আমাদের অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে। প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ভানুয়াতু। দেশটিতে মঙ্গলবার শক্তিশালী ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের আঘাতে রাজধানী পোর্ট ভিলায় বিদেশি দূতাবাস ভবনসহ অন্য ভবনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শী মাইকেল থম্পসন বলেছেন, কম্পনে শহরে ব্যাপক ক্ষতি হয়েছে। দুটি সেতু সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ভূমিধসে একটি বাস চাপা পড়েছে। ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে মানুষ ছিল। আমি নিজেও রাস্তায় মরদেহ দেখেছি। ধারণা করা হচ্ছে, অনেকে মারা গেছেন। 
Read Entire Article