ভূমিকম্পে বিদ্যুৎ উৎপাদন ব্যাপক বিঘ্নিত, হবে কী লোডশেডিং
সকালে আঘাত হানা ভূমিকম্পের কারণে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ উৎপাদনে ব্যাপক বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। শুক্রবার (২১ নভেম্বর) এক বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, ভূমিকম্পের ধাক্কায় বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র ও সরবরাহ ব্যবস্থায় সাময়িক সমস্যা দেখা দিয়েছে, যার ফলে বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে। পিডিবির জনসংযোগ দপ্তরের পরিচালক শামীম হাসান জানান, বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট আগে থেকেই বন্ধ ছিল, ভূমিকম্পের পর আরেকটি ইউনিটও বন্ধ হয়ে যায়। বিবিয়ানায় ইউনাইটেড পাওয়ারের একটি ইউনিটও বন্ধ হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার উপকেন্দ্র ছিল ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। তবে ইউএসজিএস একে ৫.৫ মাত্রা এবং নরসিংদীর নিকটবর্তী এলাকা থেকে উৎপত্তি হিসেবে দেখিয়েছে। ভূমিকম্পে রাজধানীর বংশালে ভবনের রেলিং ভেঙে তিন পথচারী নিহত হন এবং বিভিন্ন ভবনে ফাটল দেখা দেয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভবনের দেয়াল ধসে দশ মাস বয়সী একটি শিশুর মৃত্যুর ঘটনাও ঘটে
সকালে আঘাত হানা ভূমিকম্পের কারণে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ উৎপাদনে ব্যাপক বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। শুক্রবার (২১ নভেম্বর) এক বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, ভূমিকম্পের ধাক্কায় বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র ও সরবরাহ ব্যবস্থায় সাময়িক সমস্যা দেখা দিয়েছে, যার ফলে বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।
পিডিবির জনসংযোগ দপ্তরের পরিচালক শামীম হাসান জানান, বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট আগে থেকেই বন্ধ ছিল, ভূমিকম্পের পর আরেকটি ইউনিটও বন্ধ হয়ে যায়। বিবিয়ানায় ইউনাইটেড পাওয়ারের একটি ইউনিটও বন্ধ হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার উপকেন্দ্র ছিল ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। তবে ইউএসজিএস একে ৫.৫ মাত্রা এবং নরসিংদীর নিকটবর্তী এলাকা থেকে উৎপত্তি হিসেবে দেখিয়েছে।
ভূমিকম্পে রাজধানীর বংশালে ভবনের রেলিং ভেঙে তিন পথচারী নিহত হন এবং বিভিন্ন ভবনে ফাটল দেখা দেয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভবনের দেয়াল ধসে দশ মাস বয়সী একটি শিশুর মৃত্যুর ঘটনাও ঘটে।
What's Your Reaction?