ভূমিকম্পে ভবনের রেলিং ধসে সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকার কসাইটুলিতে পাঁচতলা ভবনের রেলিং ধসে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (২০২৩-২৪) শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলামের (২১) মৃত্যু হয়েছে। রাফিউল আলাউদ্দিন হলের ২১১ নম্বর রুমে থাকতেন। এ ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যেই এ ঘটনা ঘটে। ভূমিকম্পে হেলে পড়া কসাইটুলির একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে পড়ে। সেই সময় বাজার করতে মায়ের সঙ্গে রাস্তায় থাকা রাফিউল পথচারীদের মতোই রেলিংয়ের নিচে চাপা পড়েন। তাকে দ্রুত উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। রাফিউলের মা গুরুতর আহত অবস্থায় বর্তমানে মিডফোর্ড হাসপাতালে ভর্তি আছেন এবং এখনো তার জ্ঞান ফেরেনি। আরও পড়ুনভূমিকম্পে ৩ জন নিহতের ঘটনায় হতভম্ব প্রত্যক্ষদর্শীরাভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে আহত ৫৫গাজীপুরে হেলে পড়েছে ভবন, আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের সময় পুরো এলাকা কেঁপে ওঠে। এরপর কোনো কিছু বুঝে ওঠার আগেই ভবনের রেলিং ভেঙে পড়লে তিন পথচারী ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। তাদের একজন ছিলেন রাফিউল।
ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকার কসাইটুলিতে পাঁচতলা ভবনের রেলিং ধসে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (২০২৩-২৪) শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলামের (২১) মৃত্যু হয়েছে। রাফিউল আলাউদ্দিন হলের ২১১ নম্বর রুমে থাকতেন। এ ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যেই এ ঘটনা ঘটে।
ভূমিকম্পে হেলে পড়া কসাইটুলির একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে পড়ে। সেই সময় বাজার করতে মায়ের সঙ্গে রাস্তায় থাকা রাফিউল পথচারীদের মতোই রেলিংয়ের নিচে চাপা পড়েন। তাকে দ্রুত উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। রাফিউলের মা গুরুতর আহত অবস্থায় বর্তমানে মিডফোর্ড হাসপাতালে ভর্তি আছেন এবং এখনো তার জ্ঞান ফেরেনি।
আরও পড়ুন
ভূমিকম্পে ৩ জন নিহতের ঘটনায় হতভম্ব প্রত্যক্ষদর্শীরা
ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে আহত ৫৫
গাজীপুরে হেলে পড়েছে ভবন, আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের সময় পুরো এলাকা কেঁপে ওঠে। এরপর কোনো কিছু বুঝে ওঠার আগেই ভবনের রেলিং ভেঙে পড়লে তিন পথচারী ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। তাদের একজন ছিলেন রাফিউল।
বংশাল থানা পুলিশের তথ্য অনুযায়ী, রেলিংয়ের নিচে চাপা পড়ে তিনজনই গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে রাফিউলসহ দুজনের মৃত্যু হয়।
রাফিউল ইসলামের রুমমেট আব্দুল্লাহ আল মাসুদ বলেন, রাফিউলের বাড়ি বগুড়ায়। তার বাবা স্থানীয় একটি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান এবং বড় বোন ঢাকায় থাকেন। পরিবার আশা করেছিল, রাফিউল একদিন ডাক্তার হয়ে তাদের গর্বিত করবে। কিন্তু এক মুহূর্তের ভূমিকম্প সেই স্বপ্ন কেড়ে নিল।
টিএইচকিউ/এমএএইচ/এমএস
What's Your Reaction?