ভূমিকম্পে শিশু উন্নয়ন কেন্দ্রে ৪১ জন আহত

দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সকালে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এ সময় গাজীপুরের টঙ্গীতে আইনের সংঘাতে আসা শিশুদের পুনর্বাসন কেন্দ্র শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) ভয়ে ডরমেটরি থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ধাক্কাধাক্কিতে অন্তত ৪১ জন শিশু আহত হয়। শিশু উন্নয়ন কেন্দ্রটির এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঘটনার পরপরই আহতদের মধ্যে ৩০ জনকে টঙ্গী হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে সবাইকে কেন্দ্রে ফিরিয়ে আনা হয়েছে এবং তারা নিরাপদে আছে। বর্তমানে তারা কেন্দ্রের মেডিকেল টিমের নিয়মিত পর্যবেক্ষণে রয়েছে। ভূমিকম্পের পরপরই সকল শিশুকে কেন্দ্রের মাঠে নামিয়ে সারিবদ্ধভাবে বসানো হয়। এরপর সুপারিনটেনডেন্টসহ কর্মকর্তা-কর্মচারীরা তাদের শান্ত করতে কাউন্সেলিং করেন এবং বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করা হয়। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। ঘটনার বিষয়ে পরবর্তীতে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান এবং গাজীপুর জেলা প্রশাসনকে অবহিত করা হয়। মহাপরিচালক নিয়মিত খোঁজখবর রাখছেন এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সেবা ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ভূমিকম্পের সময় শিশুদের হাসপাতালে

ভূমিকম্পে শিশু উন্নয়ন কেন্দ্রে ৪১ জন আহত

দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সকালে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এ সময় গাজীপুরের টঙ্গীতে আইনের সংঘাতে আসা শিশুদের পুনর্বাসন কেন্দ্র শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) ভয়ে ডরমেটরি থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ধাক্কাধাক্কিতে অন্তত ৪১ জন শিশু আহত হয়। শিশু উন্নয়ন কেন্দ্রটির এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঘটনার পরপরই আহতদের মধ্যে ৩০ জনকে টঙ্গী হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে সবাইকে কেন্দ্রে ফিরিয়ে আনা হয়েছে এবং তারা নিরাপদে আছে। বর্তমানে তারা কেন্দ্রের মেডিকেল টিমের নিয়মিত পর্যবেক্ষণে রয়েছে।

ভূমিকম্পের পরপরই সকল শিশুকে কেন্দ্রের মাঠে নামিয়ে সারিবদ্ধভাবে বসানো হয়। এরপর সুপারিনটেনডেন্টসহ কর্মকর্তা-কর্মচারীরা তাদের শান্ত করতে কাউন্সেলিং করেন এবং বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করা হয়। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে।

ঘটনার বিষয়ে পরবর্তীতে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান এবং গাজীপুর জেলা প্রশাসনকে অবহিত করা হয়। মহাপরিচালক নিয়মিত খোঁজখবর রাখছেন এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সেবা ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

ভূমিকম্পের সময় শিশুদের হাসপাতালে নেওয়ার কিছু দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় অভিভাবকদের জানানো হচ্ছে— বর্তমানে শিশুরা নিরাপদ রয়েছে। শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি আরও দক্ষভাবে মোকাবিলায় সতর্কতামূলক বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে। একইসঙ্গে কেন্দ্রের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow