ভেঙে ফেলা মূল বাবরি মসজিদের ইট পেতে যাচ্ছেন হুমায়ুন

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে নির্মিত হতে যাওয়া নতুন মসজিদের জন্য অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদের ধ্বংসস্তূপ থেকে আনা একটি ইট দান করার ঘোষণা দিয়েছেন এক সাবেক সিআরপিএফ জওয়ান। আলাউদ্দিন খান নামের ওই জওয়ান দাবি করেছেন, ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের সময় তিনি অযোধ্যায় দায়িত্বরত ছিলেন এবং স্মৃতি হিসেবে সেখান থেকে একটি ইট সংগ্রহ করে এনেছিলেন। ইট সংগ্রহের ইতিবৃত্ত মুর্শিদাবাদের ডোমকল ব্লকের বাজিতপুরের বাসিন্দা আলাউদ্দিন খান জানান, ১৯৯২ সালের ৬ই ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার ঘটনার সময় তিনি অযোধ্যায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ঘটনার দিন তাদের সরাসরি কোনো দায়িত্ব দেওয়া না হলেও পরদিন, অর্থাৎ ৭ই ডিসেম্বর পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের মাঠে নামানো হয়। আলাউদ্দিন খান বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখি মসজিদটি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে 'চাঁদ-তারা' খোদাই করা একটি ইট দেখতে পেয়ে আমি সেটি ব্যাগে ভরে নিয়ে আসি। এতদিন ধরে সেই ইটটি তার গ্রামের জামে মসজিদে সংরক্ষিত ছিল বলে তিনি উল্লেখ করেন। নতুন মসজিদে ঐতিহাসিক সংযোগ সম্প্রতি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর মুর্শিদাবাদের বেলডাঙা

ভেঙে ফেলা মূল বাবরি মসজিদের ইট পেতে যাচ্ছেন হুমায়ুন

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে নির্মিত হতে যাওয়া নতুন মসজিদের জন্য অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদের ধ্বংসস্তূপ থেকে আনা একটি ইট দান করার ঘোষণা দিয়েছেন এক সাবেক সিআরপিএফ জওয়ান।

আলাউদ্দিন খান নামের ওই জওয়ান দাবি করেছেন, ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের সময় তিনি অযোধ্যায় দায়িত্বরত ছিলেন এবং স্মৃতি হিসেবে সেখান থেকে একটি ইট সংগ্রহ করে এনেছিলেন।

ইট সংগ্রহের ইতিবৃত্ত মুর্শিদাবাদের ডোমকল ব্লকের বাজিতপুরের বাসিন্দা আলাউদ্দিন খান জানান, ১৯৯২ সালের ৬ই ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার ঘটনার সময় তিনি অযোধ্যায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ঘটনার দিন তাদের সরাসরি কোনো দায়িত্ব দেওয়া না হলেও পরদিন, অর্থাৎ ৭ই ডিসেম্বর পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের মাঠে নামানো হয়।

আলাউদ্দিন খান বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখি মসজিদটি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে 'চাঁদ-তারা' খোদাই করা একটি ইট দেখতে পেয়ে আমি সেটি ব্যাগে ভরে নিয়ে আসি। এতদিন ধরে সেই ইটটি তার গ্রামের জামে মসজিদে সংরক্ষিত ছিল বলে তিনি উল্লেখ করেন।

নতুন মসজিদে ঐতিহাসিক সংযোগ সম্প্রতি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের আদলে একটিন বিশাল মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। গত শনিবার বিশাল জনসমাগমের মধ্য দিয়ে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আলাউদ্দিন খান এখন অযোধ্যার সেই স্মৃতিবিজড়িত ইটটি হুমায়ুন কবীরের হাতে তুলে দিতে চান, যাতে নতুন এই মসজিদে মূল বাবরি মসজিদের একটি অংশ সংরক্ষিত থাকে।

তিনি বলেন, আমি এই ইটটি নতুন বাবরি মসজিদের জন্য মুক্তহস্তে দান করতে চাই। আমার বিশ্বাস, এটি অত্যন্ত পুণ্যের কাজ হবে।

সূত্র-ইটিভি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow