ভেনেজুয়েলার তেল কিনতে যুক্তরাষ্ট্রের দ্বারে ভারতের রিলায়েন্স

ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানি পুনরায় শুরু করতে যুক্তরাষ্ট্রের অনুমতি পাওয়ার লক্ষ্যে আলোচনা চালাচ্ছে।  সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে শনিবার (১০ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পশ্চিমা দেশগুলোর চাপের মুখে ভারত যখন রাশিয়া থেকে তেল আমদানি কমানোর বিষয়টি বিবেচনা করছে, তখন বিকল্প জ্বালানি উৎস নিশ্চিত করতেই এই উদ্যোগ নিয়েছে রিলায়েন্স। সূত্র জানিয়েছে, রিলায়েন্সের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও ট্রেজারি ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করছেন, যাতে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ভেনেজুয়েলার তেল কেনার অনুমোদন পাওয়া যায়। একই সময়ে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে প্রায় ৫ কোটি ব্যারেল তেল রপ্তানি নিয়ে আলোচনা এগোচ্ছে, যা মার্কিন চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের পাঠানো ই-মেইলের জবাবে রিলায়েন্স তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর আগেও রিলায়েন্স বিশ্বের সবচেয়ে বড় রিফাইনিং কমপ্লেক্সের জন্য ভেনেজুয়েলা থেকে তেল

ভেনেজুয়েলার তেল কিনতে যুক্তরাষ্ট্রের দ্বারে ভারতের রিলায়েন্স

ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানি পুনরায় শুরু করতে যুক্তরাষ্ট্রের অনুমতি পাওয়ার লক্ষ্যে আলোচনা চালাচ্ছে। 

সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে শনিবার (১০ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পশ্চিমা দেশগুলোর চাপের মুখে ভারত যখন রাশিয়া থেকে তেল আমদানি কমানোর বিষয়টি বিবেচনা করছে, তখন বিকল্প জ্বালানি উৎস নিশ্চিত করতেই এই উদ্যোগ নিয়েছে রিলায়েন্স।

সূত্র জানিয়েছে, রিলায়েন্সের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও ট্রেজারি ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করছেন, যাতে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ভেনেজুয়েলার তেল কেনার অনুমোদন পাওয়া যায়। একই সময়ে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে প্রায় ৫ কোটি ব্যারেল তেল রপ্তানি নিয়ে আলোচনা এগোচ্ছে, যা মার্কিন চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের পাঠানো ই-মেইলের জবাবে রিলায়েন্স তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এর আগেও রিলায়েন্স বিশ্বের সবচেয়ে বড় রিফাইনিং কমপ্লেক্সের জন্য ভেনেজুয়েলা থেকে তেল আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশেষ লাইসেন্স পেয়েছিল। সেই অনুমতির আওতায় ২০২৫ সালের প্রথম চার মাসে ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ রিলায়েন্সকে চারটি তেলের চালান সরবরাহ করে, যার পরিমাণ ছিল দৈনিক প্রায় ৬৩ হাজার ব্যারেল। তবে মার্চ-এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্র পিডিভিএসএর অধিকাংশ অংশীদারের লাইসেন্স স্থগিত করে এবং ভেনেজুয়েলার তেল ক্রেতাদের ওপর শুল্ক আরোপের হুমকি দেয়।

রিলায়েন্সের সর্বশেষ ভেনেজুয়েলার তেলের চালান ভারতে পৌঁছায় ২০২৫ সালের মে মাসে। প্রতিষ্ঠানটি গত বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী যদি অ-মার্কিন ক্রেতাদের কাছে ভেনেজুয়েলার তেল বিক্রির অনুমতি দেওয়া হয়, তবে তারা আবারও তেল কেনার বিষয়টি বিবেচনা করবে।

মার্কিন ট্রেজারি বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, নির্দিষ্ট কোনো লাইসেন্স বা অনুরোধ নিয়ে তারা মন্তব্য করে না, তবে ভেনেজুয়েলার জনগণের পক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টাকে সমর্থন দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে রয়টার্স জানিয়েছে, শেভরন, ভিটল, ট্রাফিগুরাসহ একাধিক আন্তর্জাতিক তেল কোম্পানি ভেনেজুয়েলার তেল রপ্তানির লাইসেন্স ও নিয়ন্ত্রণ পেতে প্রতিযোগিতায় নেমেছে। ভেনেজুয়েলার স্থলভাগের ট্যাংক ও জাহাজে বর্তমানে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল মজুত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow