‘ভেনেজুয়েলা কোনো বিদেশি শক্তির হাতে নেই’

ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতা ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, তার দেশ কোনো বিদেশি শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার তেলের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করার প্রেক্ষাপটে তিনি এ বক্তব্য দেন। কারাকাসে এক বক্তব্যে রদ্রিগেজ বলেন, ভেনেজুয়েলার সরকারই দেশ চালাচ্ছে, অন্য কেউ নয়। তিনি জোর দিয়ে বলেন, ভেনেজুয়েলা কোনো বিদেশি এজেন্টের হাতে পরিচালিত নয়। এর আগে নাটকীয় এক অভিযানে মার্কিন বিশেষ বাহিনী ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। মাদুরোর সরকারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন রদ্রিগেজ। ঘটনার তিন দিন পর তিনি এই বক্তব্য দিলেন। অন্যদিকে ট্রাম্প দাবি করছেন, ভেনেজুয়েলার দায়িত্ব এখন ওয়াশিংটনের হাতে। তিনি বলেন, রদ্রিগেজ প্রশাসন যুক্তরাষ্ট্রকে কোটি কোটি ব্যারেল তেল দেবে এবং সেই তেল বিক্রির অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে। ট্রাম্প জানান, এ বিষয়ে জ্বালানিমন্ত্রীকে নির্দেশও দেওয়া হয়েছে। রদ্রিগেজ একদিকে সমঝোতার ইঙ্গিত দিলেও অন্যদিকে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান বজায় রাখার চেষ্টা করছেন। মাদুরো গ্রেপ্তারের পর থেকে

‘ভেনেজুয়েলা কোনো বিদেশি শক্তির হাতে নেই’

ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতা ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, তার দেশ কোনো বিদেশি শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার তেলের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করার প্রেক্ষাপটে তিনি এ বক্তব্য দেন।

কারাকাসে এক বক্তব্যে রদ্রিগেজ বলেন, ভেনেজুয়েলার সরকারই দেশ চালাচ্ছে, অন্য কেউ নয়।

তিনি জোর দিয়ে বলেন, ভেনেজুয়েলা কোনো বিদেশি এজেন্টের হাতে পরিচালিত নয়।

এর আগে নাটকীয় এক অভিযানে মার্কিন বিশেষ বাহিনী ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। মাদুরোর সরকারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন রদ্রিগেজ। ঘটনার তিন দিন পর তিনি এই বক্তব্য দিলেন।

অন্যদিকে ট্রাম্প দাবি করছেন, ভেনেজুয়েলার দায়িত্ব এখন ওয়াশিংটনের হাতে। তিনি বলেন, রদ্রিগেজ প্রশাসন যুক্তরাষ্ট্রকে কোটি কোটি ব্যারেল তেল দেবে এবং সেই তেল বিক্রির অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে। ট্রাম্প জানান, এ বিষয়ে জ্বালানিমন্ত্রীকে নির্দেশও দেওয়া হয়েছে।

রদ্রিগেজ একদিকে সমঝোতার ইঙ্গিত দিলেও অন্যদিকে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান বজায় রাখার চেষ্টা করছেন। মাদুরো গ্রেপ্তারের পর থেকেই সেনা ও আধাসামরিক বাহিনী রাজধানীতে টহল দিচ্ছে। তিনি বলেন, আমরা আত্মসমর্পণ করি না, হালও ছাড়ি না।

মার্কিন অভিযানে নিহতদের ‘শহীদ’ ঘোষণা করে ভেনেজুয়েলায় সাত দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, হামলায় ২৩ জন সেনা নিহত হয়েছেন। কিউবা জানিয়েছে, তাদেরও ৩২ জন সেনা নিহত হয়েছেন।

এদিকে মাদুরোর সমর্থকেরা কারাকাসে মিছিল করে তার মুক্তির দাবি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে আদালতে হাজির হয়ে মাদুরো দম্পতি সব অভিযোগ অস্বীকার করেছেন।

বিশ্লেষকদের মতে, রদ্রিগেজ প্রশাসন চাপের মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় যেতে পারে, তবে একই সঙ্গে দেশের ভেতরে শক্ত অবস্থান ধরে রাখার চেষ্টাও করছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow