ভেনেজুয়েলা থেকে আসা তেলবাহী জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলা থেকে ছেড়ে আসা একটি তেলবাহী জাহাজ ক্যারিবীয় সাগরে জব্দ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৯ জানুয়ারি) মার্কিন গণমাধ্যমের বরাতে জানা গেছে, ওলেনা নামের ওই ট্যাংকার মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের নেতৃত্বে পরিচালিত অভিযানে জব্দ করা হয়। সিএনএনের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, অভিযানের সময় কোনো ধরনের প্রতিরোধের মুখে পড়তে হয়নি এবং পুরো প্রক্রিয়াটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ওলেনা জাহাজটি পূর্ব তিমুরের পতাকা বহন করছিল। দুই দিন আগে উত্তর আটলান্টিক মহাসাগরে রাশিয়া-সংশ্লিষ্ট একটি তেলবাহী জাহাজ মারিনেরা আটক করে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার তেল বাণিজ্যের সঙ্গে যুক্ত জাহাজগুলোর বিরুদ্ধে এটি যুক্তরাষ্ট্রের চলমান কঠোর অভিযানের অংশ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গত মাসেও ভেনেজুয়েলার উপকূলের কাছে তিনটি তেলবাহী জাহাজ আটক করেছিল মার্কিন বাহিনী। এসব অভিযানের ধারাবাহিকতায় গত সপ্তাহে এক নাটকীয় অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনাও ঘটে।

ভেনেজুয়েলা থেকে আসা তেলবাহী জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলা থেকে ছেড়ে আসা একটি তেলবাহী জাহাজ ক্যারিবীয় সাগরে জব্দ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৯ জানুয়ারি) মার্কিন গণমাধ্যমের বরাতে জানা গেছে, ওলেনা নামের ওই ট্যাংকার মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের নেতৃত্বে পরিচালিত অভিযানে জব্দ করা হয়।

সিএনএনের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, অভিযানের সময় কোনো ধরনের প্রতিরোধের মুখে পড়তে হয়নি এবং পুরো প্রক্রিয়াটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ওলেনা জাহাজটি পূর্ব তিমুরের পতাকা বহন করছিল।

দুই দিন আগে উত্তর আটলান্টিক মহাসাগরে রাশিয়া-সংশ্লিষ্ট একটি তেলবাহী জাহাজ মারিনেরা আটক করে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার তেল বাণিজ্যের সঙ্গে যুক্ত জাহাজগুলোর বিরুদ্ধে এটি যুক্তরাষ্ট্রের চলমান কঠোর অভিযানের অংশ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গত মাসেও ভেনেজুয়েলার উপকূলের কাছে তিনটি তেলবাহী জাহাজ আটক করেছিল মার্কিন বাহিনী। এসব অভিযানের ধারাবাহিকতায় গত সপ্তাহে এক নাটকীয় অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনাও ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow