ভেনেজুয়েলাকে শোধরানোর সুযোগ দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলাকে শোধরানোর সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে বর্তমান সংকট মোকাবিলার জন্য ‘সমস্যাগুলো সমাধানের সুযোগ’ দেবে।  রোববার (০৪ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  রুবিও এনবিসি নিউজকে জানান, নিকোলাস মাদুরোর সঙ্গে যুক্তরাষ্ট্র ‘কোনো চুক্তি বা সমঝোতা করতে পারেনি’। তাকে ‘অত্যন্ত উদার সুযোগ’ দেওয়া হয়েছিল। মাদুরো ‘সর্বশেষ এক সপ্তাহ দেড়েক আগে ভেনেজুয়েলা ছেড়ে চলে যেতে পারতেন’। তার জন্য এমন সুযোগ ছিল যা সবকিছু এড়াতে পারত। তিনি আশা করেন, ভেনেজুয়েলা আরও সহযোগিতা এবং নিয়ম মেনে চলবে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে উত্থাপিত সমস্যা সমাধানের জন্য যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে পর্যাপ্ত সময় ও সুযোগ দেবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে তাদের কথায় নয়, বরং কী পদক্ষেপ নেয় তার ভিত্তিতেই বিচার করবে। যদি তারা সঠিক সিদ্ধান্ত না নেয়, তাহলে যুক্তরাষ্ট্রের হাতে একাধিক চাপ প্রয়োগের মাধ্যম থাকবে, যার মাধ্যমে আমরা আমাদের স্বার্থ সুরক্ষিত রাখব। রুবিও জানান, এসব চাপের মধ্যে বর্তমানে কার্যকর থাকা ভেনেজুয়েলার ওপর আরোপিত ‘তেল

ভেনেজুয়েলাকে শোধরানোর সুযোগ দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ভেনেজুয়েলাকে শোধরানোর সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে বর্তমান সংকট মোকাবিলার জন্য ‘সমস্যাগুলো সমাধানের সুযোগ’ দেবে।  রোববার (০৪ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  রুবিও এনবিসি নিউজকে জানান, নিকোলাস মাদুরোর সঙ্গে যুক্তরাষ্ট্র ‘কোনো চুক্তি বা সমঝোতা করতে পারেনি’। তাকে ‘অত্যন্ত উদার সুযোগ’ দেওয়া হয়েছিল। মাদুরো ‘সর্বশেষ এক সপ্তাহ দেড়েক আগে ভেনেজুয়েলা ছেড়ে চলে যেতে পারতেন’। তার জন্য এমন সুযোগ ছিল যা সবকিছু এড়াতে পারত। তিনি আশা করেন, ভেনেজুয়েলা আরও সহযোগিতা এবং নিয়ম মেনে চলবে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে উত্থাপিত সমস্যা সমাধানের জন্য যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে পর্যাপ্ত সময় ও সুযোগ দেবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে তাদের কথায় নয়, বরং কী পদক্ষেপ নেয় তার ভিত্তিতেই বিচার করবে। যদি তারা সঠিক সিদ্ধান্ত না নেয়, তাহলে যুক্তরাষ্ট্রের হাতে একাধিক চাপ প্রয়োগের মাধ্যম থাকবে, যার মাধ্যমে আমরা আমাদের স্বার্থ সুরক্ষিত রাখব। রুবিও জানান, এসব চাপের মধ্যে বর্তমানে কার্যকর থাকা ভেনেজুয়েলার ওপর আরোপিত ‘তেল কোয়ারেন্টিন’ অন্যতম। আমরা সবকিছু তাদের কাজের মাধ্যমেই মূল্যায়ন করব এবং দেখব তারা বাস্তবে কী করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow