ভেনেজুয়েলার তেল বিক্রির টাকা কী করা হবে, জানাল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার তেল উত্তোলন, বিক্রি ও সেই অর্থের ব্যবহার—সবকিছুই অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। এর মাধ্যমে দক্ষিণ আমেরিকার দেশটির ওপর ওয়াশিংটনের নিয়ন্ত্রণ আরও জোরদার হচ্ছে। মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে, ভেনেজুয়েলার তেল ইতোমধ্যে বৈশ্বিক বাজারে বিক্রি শুরু হয়েছে। এই তেল বিক্রি থেকে পাওয়া অর্থ প্রথমে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা আন্তর্জাতিক ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। পরে এই অর্থ যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের স্বার্থে ব্যবহার করা হবে বলে দাবি করেছে মার্কিন সরকার। প্রাথমিকভাবে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল বিক্রির পরিকল্পনা রয়েছে। জ্বালানি বিভাগ বলছে, এই প্রক্রিয়া শিগগিরই শুরু হবে এবং অনির্দিষ্টকাল চলবে। এ বিষয়ে মন্তব্য করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা তেল বিক্রির অর্থ দিয়ে কেবল যুক্তরাষ্ট্রে তৈরি পণ্য কিনতে সম্মত হয়েছে। এর মধ্যে থাকবে কৃষিপণ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, যন্ত্রপাতি এবং ভেনেজুয়েলার বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো উন্নয়নের উপকরণ। ট্রাম্প আরও জানান, এই চুক্তির আওতায় প্রায় ২০০ কোটি ডলার মূল্যের অপরিশোধিত তেল যুক্তরা

ভেনেজুয়েলার তেল বিক্রির টাকা কী করা হবে, জানাল যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার তেল উত্তোলন, বিক্রি ও সেই অর্থের ব্যবহার—সবকিছুই অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। এর মাধ্যমে দক্ষিণ আমেরিকার দেশটির ওপর ওয়াশিংটনের নিয়ন্ত্রণ আরও জোরদার হচ্ছে। মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে, ভেনেজুয়েলার তেল ইতোমধ্যে বৈশ্বিক বাজারে বিক্রি শুরু হয়েছে। এই তেল বিক্রি থেকে পাওয়া অর্থ প্রথমে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা আন্তর্জাতিক ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। পরে এই অর্থ যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের স্বার্থে ব্যবহার করা হবে বলে দাবি করেছে মার্কিন সরকার। প্রাথমিকভাবে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল বিক্রির পরিকল্পনা রয়েছে। জ্বালানি বিভাগ বলছে, এই প্রক্রিয়া শিগগিরই শুরু হবে এবং অনির্দিষ্টকাল চলবে। এ বিষয়ে মন্তব্য করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা তেল বিক্রির অর্থ দিয়ে কেবল যুক্তরাষ্ট্রে তৈরি পণ্য কিনতে সম্মত হয়েছে। এর মধ্যে থাকবে কৃষিপণ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, যন্ত্রপাতি এবং ভেনেজুয়েলার বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো উন্নয়নের উপকরণ। ট্রাম্প আরও জানান, এই চুক্তির আওতায় প্রায় ২০০ কোটি ডলার মূল্যের অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে রফতানি করবে ভেনেজুয়েলা। এর ফলে দেশটির তেল রপ্তানি চীনের বদলে যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকবে এবং বড় ধরনের উৎপাদন হ্রাস এড়ানো সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।   সূত্র : আল জাজিরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow