ভেনেজুয়েলার তেলবাহী ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় আসা–যাওয়া করা নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেলবাহী ট্যাংকার অবরোধের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার দেওয়া এই ঘোষণায় কারাকাসের ওপর ওয়াশিংটনের চাপ আরও বাড়ল। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা যতদিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘চুরি করা’ তেল ও অন্যান্য সম্পদ ফিরিয়ে না দেবে, ততদিন এই অবরোধ চলবে। তিনি জানান, ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন মার্কিন নৌবহর, যার মধ্যে একটি বৃহৎ বিমানবাহী রণতরী রয়েছে। যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে মাদক পাচার রোধের অজুহাতে ক্যারিবীয় অঞ্চলে বড় সামরিক উপস্থিতি গড়ে তুলেছে। তবে ভেনেজুয়েলার দাবি, বামপন্থি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করাই এই চাপের মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ মাদুরোকে অবৈধ প্রেসিডেন্ট বলে মনে করে। এর আগে গত সপ্তাহে ভেনেজুয়েলা থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্যাংকার জব্দ করে ট্রাম্প প্রশাসন। নতুন করে জাহাজ অবরোধ শুরু হলে দেশটির ভঙ্গুর অর্থনীতি আরও সংকটে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। উল্লেখ্য, ওপেকের তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলার তেলের মজুদ বিশ্বের সর্বোচ্চ—প্রায় ৩০ হাজার ৩০০

ভেনেজুয়েলার তেলবাহী ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় আসা–যাওয়া করা নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেলবাহী ট্যাংকার অবরোধের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার দেওয়া এই ঘোষণায় কারাকাসের ওপর ওয়াশিংটনের চাপ আরও বাড়ল।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা যতদিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘চুরি করা’ তেল ও অন্যান্য সম্পদ ফিরিয়ে না দেবে, ততদিন এই অবরোধ চলবে।

তিনি জানান, ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন মার্কিন নৌবহর, যার মধ্যে একটি বৃহৎ বিমানবাহী রণতরী রয়েছে।

যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে মাদক পাচার রোধের অজুহাতে ক্যারিবীয় অঞ্চলে বড় সামরিক উপস্থিতি গড়ে তুলেছে। তবে ভেনেজুয়েলার দাবি, বামপন্থি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করাই এই চাপের মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ মাদুরোকে অবৈধ প্রেসিডেন্ট বলে মনে করে।

এর আগে গত সপ্তাহে ভেনেজুয়েলা থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্যাংকার জব্দ করে ট্রাম্প প্রশাসন। নতুন করে জাহাজ অবরোধ শুরু হলে দেশটির ভঙ্গুর অর্থনীতি আরও সংকটে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

উল্লেখ্য, ওপেকের তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলার তেলের মজুদ বিশ্বের সর্বোচ্চ—প্রায় ৩০ হাজার ৩০০ কোটি ব্যারেল।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow