ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিবাদে ঢাকায় মশাল মিছিল

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা ও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটকের প্রতিবাদে ঢাকায় মশাল মিছিল হয়েছে।  শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর পুরানা পল্টন মোড় এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।  মিছিলটির আয়োজন করে ‘সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে একটি সংগঠন। মিছিলটির সামনের ব্যানারে ‘বাংলাদেশ সলিডারিটি ফর ভেনেজুয়েলা’ লেখা দেখা গেছে। এর আগে, শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলা এবং তার নেতা, রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর বিরুদ্ধে একটি বৃহৎ পরিসরে সফলভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মাদুরোকে তার স্ত্রীসহ আটক করা হয়েছে। এদিকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের বৃহৎ সামরিক আঘাত ও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মিত্ররা এ ঘটনার নিন্দা জানিয়েছে। এছাড়া বিশ্বজুড়ে বিভিন্ন দেশ এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে।

ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিবাদে ঢাকায় মশাল মিছিল

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা ও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটকের প্রতিবাদে ঢাকায় মশাল মিছিল হয়েছে। 

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর পুরানা পল্টন মোড় এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। 

মিছিলটির আয়োজন করে ‘সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে একটি সংগঠন। মিছিলটির সামনের ব্যানারে ‘বাংলাদেশ সলিডারিটি ফর ভেনেজুয়েলা’ লেখা দেখা গেছে।

এর আগে, শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলা এবং তার নেতা, রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর বিরুদ্ধে একটি বৃহৎ পরিসরে সফলভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মাদুরোকে তার স্ত্রীসহ আটক করা হয়েছে।

এদিকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের বৃহৎ সামরিক আঘাত ও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মিত্ররা এ ঘটনার নিন্দা জানিয়েছে। এছাড়া বিশ্বজুড়ে বিভিন্ন দেশ এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow