‘ভেবেছিলাম আমার টিভিতে সমস্যা, পরে দেখি পিচই কালো’
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মিরপুরের কালো মাটির উইকেট নিয়ে অনেক হাস্যরসের পাশাপাশি হয়েছে সমালোচনাও। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন আকিল হোসেন। প্রথম ওয়ানডেতে টিভিতে প্রথমবার মিরপুরের উইকেট দেখে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার মনে করেছিলেন, তার টিভিতেই বুঝি সমস্যা।
খেলা শেষে উইন্ডিজ স্পিনারের কাছে প্রশ্ন ছিল, প্রথম ম্যাচের উইকেট দেখে আপনার কী মনে হয়েছিল? আকিল হোসেনের উত্তর, ‘যখন টিভি অন করলাম, প্রথম যে কাজটি করলাম তা হলো টিভি পরীক্ষা করে দেখা। মনে হচ্ছিল আমার টিভিতেই বুঝি সমস্যা। পর্দা একদম কালো, মনে হচ্ছিল কোথাও সমস্যা হয়েছে। হয়তো রঙ চলে গেছে বা কিছু একটা গোলমেলে। পরে বুঝলাম যে পিচই এমন কালো।’
সাংবাদিকদের সঙ্গে আলাপে আকিল জানান, তিনি সোমবার দিবাগত রাত আড়াইটায় ঢাকায় এসে পা রেখে হোটেলে চেকইন করতে লেগে যায় ভোর ৪টা। কিন্তু এ দীর্ঘ বিমান ভ্রমণ তার পারফরম্যান্সে একটুও প্রভাব ফেলেনি।
এত দীর্ঘ জার্নির পর অল্প বিশ্রামে কীভাবে সম্ভব এমন দুর্দান্ত খেলা সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন আকিল। বলেন, ‘হ্যাঁ লং জার্নি ছিল। তবে দলকে সার্ভিস দেওয়াই আমার কাজ। আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। আমি এনজয় করছি। লাভলি ম্যাচ হয়েছে। প্রতিদ্বন্দ্বিতায় ঠাসা এক ম্যাচ।’
তিনি আরও বলেন, ‘আমি শুধু খেলাটা উপভোগ করি আর যতটা পারি ভালো খেলি। আমি বিশ্বাস করি, এসব সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নির্বাচক আর টিম ম্যানেজমেন্টের। আমার কাজ শুধু প্রতিটি ম্যাচ উপভোগ করা, নিজের সর্বোচ্চটা দেওয়া।’