আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সুপার ফোরের টিকিট কেটেছে শ্রীলঙ্কা। তবে জয় উদযাপনের সময় বিষাদের ছায়া নেমে আসে লঙ্কান শিবিরে। ম্যাচ শেষেই অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগে জানতে পারেন তার বাবা সুরঙ্গা ভেল্লালাগে মারা গেছেন।
দেশটির গণমাধ্যম আদাদেরানা বলছে, ড্রেসিংরুমে থাকাকালে ভেল্লালাগের কাছে এই হৃদয়বিদারক খবর আসে। প্রথমে তাকে জানানো হয় বাড়িতে জরুরি মেডিক্যাল ব্যবস্থাপনার কথা, পরমুহূর্তেই জানানো... বিস্তারিত