ভোগান্তি ছাড়াই দৌলতদিয়া-পাটুরিয়া দিয়ে ফিরছে ঢাকামুখী মানুষ

14 hours ago 4

টানা ৯ দিনের ঈদের ছুটি শেষে আজ শেষ দিনেও ভোগান্তি ছাড়াই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে পদ্মা নদী পার হচ্ছেন ঢাকামুখী মানুষ। 

শনিবার (৫ এপ্রিল) সরেজমিনে সকাল থেকে দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাট এলাকায় এমন চিত্র দেখা যায়। এ সময় প্রিয়জনকে রেখে কর্মস্থলের চিরচেনা শহরে ফিরছেন অনেকেই।

এদিকে দৌলতদিয়া বাস টার্মিনাল ও ঘাট এলাকায় কোনো যানজট না থাকায় এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পর্যাপ্ত ফেরি ও লঞ্চ চলাচল করায় কোনো ধরনের ভোগান্তি ছাড়াই দৌলতদিয়া হয়ে পাটুরিয়া গিয়ে গন্তব্যে যাচ্ছে মানুষ। প্রতিটি ফেরিতে যাত্রীবাহী বাসের চেয়ে ছোট গাড়ি ও মোটরসাইকেল পার হচ্ছে বেশি।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া প্রান্ত দিয়ে প্রায় সাড়ে ৪ হাজারের বেশি যানবাহন পদ্মা পার হয়ে গন্তব্যে গেছে।

জানা গেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট। এবার ঈদে দীর্ঘ ছুটি হওয়ায় দৌলতদিয়া ঘাটে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ঈদের আগে যাত্রী ও যানবাহন ঘরমুখো হয়েছে। তেমনি ঈদের পরও একইভাবে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরছেন মানুষ। ফলে দৌলতদিয়ায় কর্মস্থলমুখী যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি ছাড়াই নদী পার হচ্ছে যাত্রী ও যানবাহনগুলো। 

দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার নুরুল ইসলাম মিলন কালবেলাকে বলেন, দৌলতদিয়া পাটুরিয়া প্রান্তে বিশটি লঞ্চ যাত্রী আনা-নেওয়া করছে। যাত্রীর চাপ থাকলেও নির্বিঘ্নে কোনো ভোগান্তি ছাড়াই যাত্রীরা পার হচ্ছেন। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন কালবেলাকে বলেন, সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে কোনো ধরনের যানজট বা ভোগান্তি নেই। এই নৌরুটে ছোট-বড় মিলে ১৭টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।

Read Entire Article