ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ভোটার তালিকা হালনাগাদ করে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় জামিয়তুশ শায়ক জমির উদ্দিন আল ইলামিয়া মাদ্রাসায় সংবর্ধনা ও শিক্ষা সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন, এদেশের জনগণ দীর্ঘদিন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আগামীতে যার ভোট যেন সে দিতে পারেন সেই পরিবেশ তৈরি করা হচ্ছে। তিনি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, ‘প্রতিবন্ধীদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। তারা সমাজের বোঝা নয়। তাদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে। এ জাতীয় শিক্ষা তাদের স্বনির্ভর হতে বিশেষভাবে সহায়তা করবে। তারা সমাজে সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারবে।’
নানুপুর জামেয়া ইসলামী উবাইদিয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ মাওলানা সালাউদ্দিন নানুপুরির সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমান, হাটহাজারী মঈনুল ইসলাম মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা জসিম উদ্দিন, জামিয়তুশ শায়ক জমির উদ্দিন আল ইলামিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা হেলাল উদ্দিনসহ প্রমুখ।